গুগল সাইট (Google Site) - ১ - SMH Amiri

সর্বশেষ লিখাসমূহ

গুগল সাইট (Google Site) - ১

 


বর্তমান ডিজিটাল যুগের ইন্টারনেট ভিত্তিক দুনিয়ায় আপনি যদি নিজেকে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করতে চান তাহলে আপনার জন্যই আমার আজকের এই টপিক। অনেকেরই স্বপ্ন থাকে নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করার নিজেকে ডিজিটাল পদ্ধতিতে অন্যের কাছে উপস্থাপন করার। এছাড়াও এক একজন এক এক কারণে ওয়েবসাইট তৈরি করে থাকে। কিন্তু আমরা যারা সাধারণ রয়েছি তারা চাইলে তা করতে পারি না। কারণ এক হচ্ছে টাকার অভাব আরেক হচ্ছে কোডিং এর জ্ঞানের অভাব। কিন্তু গুগল মামা থাকতে কিসের চিন্তা। গুগল মামা এই পর্যন্ত আমাদের মতো লোকদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসতেছে। তার মধ্যে একটি হচ্ছে আমার আজকের টপিকের বিষয়।

গুগল মামার একটি সার্ভিস এর মাধ্যমে একদম ফ্রিতে নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করার ব্যাপার নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো অনেকেই আছেন এইটা বলার সাথে সাথে মনে করেছেন আমি গুগলের ওয়েবসাইট তৈরি করার সার্ভিস ব্লগস্পট নিয়ে কথা বলতেছি। আরে না ভাই, আমি গুগল মামার ওয়েবসাইট তৈরি করার সার্ভিস গুগল সাইট নিয়ে কথা বলতেছি।

Google Sites কি?

আসলে Google Sites হলো ওয়েবসাইট তৈরি করার মতো একটি মাধ্যম। আপনি চাইলে এটির মাধ্যমে একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন নিজের জন্য। তবে এর মধ্যে বেশ সীমাবদ্ধতা আছে। আপনি চাইলেই আপনার মতো করে কিছু করতে পারবেন না। এখানে শুধু গুগলের দেওয়া নির্দিষ্ট কিছু ফরম্যাট অনুযায়ী আপনি সেটি কাস্টমাইজ করতে পারবেন। তবে আধুনিক সময়ে দরকারি বিষয়গুলোতে ডকুমেন্ট সংরক্ষণ ও উপস্থাপন এর জন্য এটি একটি দারুণ এবং সবচেয়ে নিরাপদ মাধ্যম।

Google Site এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার পদ্ধতিঃ

আশা করি Google Sites কি তা সম্পর্কে মোটামুটি ধারনা নিতে পেরেছেন। তারপরও যদি আপনার এই বিষয়ে আরো জানার আগ্রহ থাকে তাহলে চিন্তা কিসের গুগল মামা তো আছেই। তাকে খোঁচা দিয়ে বা সার্চ দিয়ে এর সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিতে পারেন। এর সম্পর্কে জেনে তো নিলেন এইবার আসুন এর মাধ্যমে কিভাবে বা কোন পদ্ধতিতে একটি ওয়েবসাইট তৈরি করব তা দেখে নেই।

প্রথমে বলে নেই এখানে সাইট তৈরি করতে হলে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। সাইট তৈরি করার জন্য এই sites.google.com লিংকটিতে ক্লিক করুন। তারপর দেখবেন লগইন করার একটি পেজ আসবে সেখানে আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগইন করুন।


লগইন করার পর উপরের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন। এখান থেকে এইবার আপনি ওয়েবপেজ তৈরি করতে Blank (+) চিহ্নিত অংশে ক্লিক করুন। অথবা আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তৈরি করা টেম্পলেট যদি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনার পছন্দমতো একটি টেম্পলেটের উপর ক্লিক করুন।

আমি এখানে Blank টিতে ক্লিক করলাম। এইবার নিজের পছন্দমতো Enter Site Name এর জায়গায় সাইটের নাম দিন যে নামে আপনার সাইটকে খুঁজে পাওয়া যাবে এবং Your Page Title এর জায়গায় আপনার সাইটের টাইটেল দিন।