গুগল সাইট (Google Site) - ২ - SMH Amiri

সর্বশেষ লিখাসমূহ

গুগল সাইট (Google Site) - ২

 


Text Box ও Images যুক্ত করার পদ্ধতিঃ

Create-Website-by-Google-Sites-in-Bangla-03-TutorialBD71-PathanTechBD
সাইটটিকে সুন্দরভাবে সাজানোর জন্য অবশ্যই আপনার কিছু লেখা বা ছবির প্রয়োজন পড়বে। সেগুলো এখানে বসাতে বাম সাইটের Insert ট্যাব থেকে লেখা যুক্ত করার জন্য Text Box নিতে পারেন। আর ছবি যুক্ত করার জন্য Images নিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার কম্পিউটার থেকে ছবি যুক্ত করার পাশাপাশি গুগল ড্রাইভে থাকা ছবিও যুক্ত করতে পারবেন। লেখার ক্ষেত্রে টেক্সট প্যানেলের মাধ্যমে লেখার হেডিং, প্যারাগ্রাফ, বোল্ড, ইটালিক, লিংক, বুলেট পয়েন্ট ইত্যাদি এডিট করতে পারবেন।

Layout সেট করাঃ

Create-Website-by-Google-Sites-in-Bangla-04-TutorialBD71-PathanTechBD
এখানে আপনি ছয় ধরনের লেআউট দেখতে পাবেন। আপনার পছন্দমতো একটি লেআউট নিন। এই লেআউটগুলির মধ্যে আপনি আপনার ইচ্ছেমতো collapsible text, table of contents, image carousel, button, divider, placeholder, YouTube video, Google Maps location, Docs, Sheets, Slides যুক্ত করতে পারবেন।

নতুন পেজ যুক্ত করাঃ

Create-Website-by-Google-Sites-in-Bangla-05-TutorialBD71-PathanTechBD
আপনার ওয়েবসাইট তৈরি করার সময় ডিফল্টভাবে শুধুমাত্র একটি পেজ অর্থাৎ হোমপেজ তৈরি হয়েছে। আপনি যদি আরো একাধিক পেজ তৈরি বা যুক্ত করতে চান তাহলে বাম পাশের প্যানেল থেকে Page নামক ট্যাবে ক্লিক করুন। তারপর নিচের দিকে লক্ষ্য করে দেখুন + প্লাস বা যোগ চিহ্ন সম্বলিত একটি বাটন আছে সেটিতে ক্লিক করুন এবং New Page বাটনটিতে ক্লিক করুন। তারপর আপনি যে নামে পেজ তৈরি করতে চান সে নাম দিয়ে পেজ তৈরি করে নিন। যেমন About Us, Contact Us ইত্যাদি।