পাবলিশ করাঃ
সর্বশেষ আপনার যদি পুরো ওয়েবসাইটটির বিষয় সাজানো হয়ে যায় তাহলে আপনি এটিকে লাইভ করানোর জন্য অর্থাৎ সকলের সামনে উন্মুক্ত করার জন্য বাম পাশের উপরের Publish বাটনে ক্লিক করুন। যখনি উক্ত বাটনটিতে ক্লিক করবেন তখন নতুন একটি পপআপ আসবে।
এখানে আপনাকে আপনার একটি ইউনিক ওয়েব অ্যাড্রেস সেট করে দিতে হবে তারপর Publish বাটনে ক্লিক করুন। আর দেখুন আপনার সাইটটি লাইভ হয়ে গেছে। এখন যে কেউ চাইলে আপনার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। Google Site দিয়ে তৈরি করা আমার ডেমো ওয়েবসাইটটি দেখতে এই sites.google.com/view/mahbubpathan লিংকে ক্লিক করুন। উল্লেখ্য আপনি চাইলে এখানে কাস্টম ডোমেইনও ব্যবহার করতে পারবেন।