সার্চ ইন্জিন অপটিমাইজেশন-৫ - SMH Amiri

সর্বশেষ লিখাসমূহ

সার্চ ইন্জিন অপটিমাইজেশন-৫

 


৩০১ রিডাইরেক্ট


৩০১ রিডাইরেক্ট একটা গুরত্বপূর্ন জিনিস সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে।৩০১ একটা কোড এর অর্থ স্থায়ী রিডাইরেক্ট (Permanent redirect).একটা সাইটের যদি দুটি ডোমেইন নাম থাকে অথবা একটা পেজের যদি দুটি বা আরও বেশি ঠিকানা থাকে তাহলে গুগল এখানে সব ঠিকানাগুলিকে আলাদা আলাদা ধরবে।এরফলে সার্চ রেজাল্টে এর বিরুপ প্রভাব পড়বে কারন ডুপ্লিকেট কনটেন্ট।সবচেয়ে মারাত্নক হচ্ছে সব সাইটের দুটি করে অটোমেটিক ঠিকানা হয়ে যায় যেমন www.webcoachbd.com এবং webcoachbd.com যদিও এখানে সাইট একটি কিন্তু গুগল এখানে দুটি সাইট মনে করে তাই এখানে এই রিডাইরেকশন করা জরুরী।হয় আপনি webcoachbd.com থেকে রিডাইরেক্ট করে www.webcoachbd.com এ করে দেন নাহয় এর উল্টোটা করেন অর্থ্যাৎ একটা ঠিকানা রাখুন।এটা htaccess ফাইল দিয়ে করা যায়,সিপ্যানেল থেকেও করা যায়।নিচে webcoachbd.com টাইপ করলে www.webcoachbd.com এ চলে যাবে (৩০১ রিডাইরেক্ট হবে) এই পদ্ধতিটি দেখানো হল-

htaccess ফাইল দিয়ে

Options +FollowSymLinks

RewriteEngine On

RewriteCond %{HTTP_HOST} ^webcoachbd\.com$ [NC]

RewriteRule ^(.*)$ http://www.webcoachbd.com/$1 [L,R=301]


শুধু এই কোডটি পরীক্ষিত নিচেরগুলি পরীক্ষা করে দেখিনি

যদি চান www.webcoachbd.com টাইপ করলে webcoachbd.com এ যাবে তাহলে

#Options +FollowSymlinks

RewriteEngine On

RewriteCond %{http_host} ^www.webcoachbd.com

RewriteRule ^(.*) http://webcoachbd.com/$1 [R=301,L]


যদি www.netcoachbd.com এটি আপনার ডোমেইন নাম আগে ছিল এখন চাচ্ছেন নতুন ডোমেইন www.webcoachbd.com কিনবেন এবং এখানে রিডাইরেক্ট হয়ে আসবে (পুরোনোটা টাইপ করলে)তাহলে

#Options +FollowSymLinks

RewriteEngine on

RewriteCond %{HTTP_HOST} ^www.netcoachbd.com$[OR]

RewriteCond %{HTTP_HOST} ^netcoachbd.com$

RewriteRule ^(.*)$ http://www.webcoachbd.com/$1 [R=301,L]


সিপ্যানেলে

redirect tutorial


এখানে ক্লিক করে কোন্ পেজ থেকে কোন্ পেজে রিডাইরেক্ট করতে চান তা উল্লেখ করে দিয়ে Add বাটনে ক্লিক করলেই হয়ে যাবে।


cpanel redirect


গুগল ওয়েবমাস্টার টুল-সেটিংস লিংক

এই লিংকে এসে আপনি দেশের নাম ঠিক করে দিতে পারেবেন,যে দেশের ইউজার আপনার টার্গেট।Preferred domain অংশে আপনার URL গুগল সার্চ রেজাল্টে কিভাবে দেখাবে তা ঠিক করে দিতে পারেন।Crawl rate থেকে গুগলবট কিভাবে আপনার সাইট ক্রাউল করবে তা নির্দেশ করে দিতে পারেন।Custom crawl rate সেট করে বর্তমানের চেয়ে আরও দ্রত ক্রাউল করার জন্য ঠিক করে দিতে পারেন।


google webmaster tool-settings link


বাকি লিংকগুলি দেখলেই বুঝতে পারবেন,খুব সহজ।সমস্যা হলে ফোরামে প্রশ্ন করুন।


ডিরেক্টরি সাবমিশন

নেটে হাজার হাজার সাইট আছে যেখানে শুধু বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা দেয়া থাকে।অনেক সাইট আছে যেখানে কোটি কোটি সাইটের ঠিকানা আছে।সাইটের লিংক বা ঠিকানাগুলি বিভাগভিত্তিক সাজানো থাকে।যেমন সোসাল নেটওয়ার্কিং নামে যদি একটা বিভাগ থাকে তাহলে সেখানে ফেসবুক,টুইটার সহ সব সোসাল নেটওয়ার্কিং সাইটের ঠিকানা থাকবে।খেলা বিভাগ থাকলে সেখানে খেলাধুলা বিষয়ক সাইটগুলির লিংক থাকবে।এভাবে অনেক বিভাগ থাকে এবং প্রতি বিভাগে  সংশ্লিষ্ট সাইটগুলির তালিকা থাকে।এতে করে সাইট খুজে পেতে সুবিধা হয়,ধরুন কেউ ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট এর টিউটোরিয়াল আছে এমন সাইট খুজছে,এখন সে যদি এ ধরনের সাইটের তালিকা সংরক্ষন করে এরুপ সাইটে গিয়ে কম্পিউটার বিভাগে অনুসন্ধান করে তাহলে হয়ত এ ধরনরে অনেক সাইট পেতে পারে।


যে সাইটগুলি এরুপ হাজার হাজার সাইটের ঠিকানা বিভিাগভিত্তিক সাজিয়ে রাখে সেই সাইটগুলিকে বলে ডিরেক্টরি সাইট।আর এরুপ সাইটে আপনার সাইটের লিংক প্রদান করার প্রক্রিয়াটিকে বলে ডিরেক্টরি সাবমিশন।এধরনের অনেক ডিরেক্টরি সাইট আছে যারা বিনামুল্যে আপনার সাইটের লিংক সংশ্লিষ্ট বিভাগে যোগ করতে দেবে।


এখনতো যার যে ধরনের সাইটের দরকার হয় সে ধরনের দুএকটা শব্দ গুগলে লিখে এন্টার দিলেই ঐ ধরনের সাইটগুলি চলে আসে।কিন্তু সার্চ ইন্জিন তৈরীর আগে মানুষ এসব ডিরেক্টরি সাইট থেকেই নিজের প্রয়োজনীয় সাইট খুজে নিত।এখনও যারা নতুন নতুন কম্পিউটার জগতে আসে,ইন্টারনেট কানেকশন নেয় তারা এভাবে সাইট খুজে পেতে চেষ্টা করে।


যাই হোক কাজ হচ্ছে বিভিন্ন ডিরক্টেরি সাইটে আপনার সাইটর লিংক সাবমিট করা।এতে করে যারা ডিরেক্টরি সাইটের মাধ্যমে ওয়েবসাইট খোজে তারা আপনার সাইটের খবর পাবে এবং আপনার সাইটের ট্রাফিক বাড়বে।নিচে একটি ডিরেক্টরি সাইটে (www.addsitelink.com )সাবমিশন পদ্ধতি দেখাচ্ছি-এজন্য সাইটটিতে গিয়ে উপরে বাম দিকে Add a link লিংকে ক্লিক করলে নিচের মত একটা ফর্ম আসবে এটা পূরন করে জমা দিলেই ডিরেক্টরি সাবমিশন হয়ে গেল।এখানে আমি regular link  এ জমা দিয়েছি কারন এটা ফ্রি,আরও দুটি অপশন আছে একটাতে টাকা লাগবে আরেকটা reciprocal অর্থ্যাৎ আপনার সাইটে এই ডিরেক্টরি সাইটটির একটা লিংক দিতে হবে।


directory submission


বাংলাদেশী ডিরেক্টরি সাইট

www.velki.com

www.bangladeshdir.com

www.abohomanbangla.com


দেশের বাইরে

http://www.bizseo.com/

http://www.directorysnob.com

www.connectdirectory.info

www.dmoz.org (এটা খুব বিখ্যাত)

www.dctry.info

didb.org

directory.fm

www.directorybright.info

www.directorycom.info