ওয়ার্ডপ্রেস-১০ [ওয়ার্ডপ্রেস Users] - SMH Amiri

সর্বশেষ লিখাসমূহ

ওয়ার্ডপ্রেস-১০ [ওয়ার্ডপ্রেস Users]

 


ওয়ার্ডপ্রেসে ব্যবহারকারীর ভুমিকা

ওয়ার্ডপ্রেসে ব্যবহারকারীর ভূমিকা( Roles ) সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেসে প্রত্যেক ব্যবহারকারীর কিছু নিজস্ব ভূমিকা( Roles ) থাকে। ভূমিকা( Roles ) বলতে ব্যবহারকারীকে কি কি বিষয়ে অনুমতি দেওয়া তা বুঝায়। যেমন- কোনো ব্যবহারকারীকে ওয়ার্ডপ্রেস সাইটে প্রবেশের অনুমতি দেওয়া।

নিম্নে ওয়ার্ডপ্রেসে ব্যবহত পূর্ব নির্ধারিত ভুমিকাসমূহ( Roles ) আলোচনা করা হলোঃ

  1. প্রশাসক( Administrator ): এডমিনিস্ট্রেটর সর্বাধিকার সম্পন্ন। সুতরাং একজন এডমিন ওয়ার্ডপ্রেস সাইটে সবকিছুই করার অধিকার রাখে। যেমন- অধিক এডমিন তৈরি, ব্যবহারকারীর ভুমিকা নির্ধারণ, ব্যবহারকারীকে আমন্ত্রন জানানো এবং ব্যবহারকারীকে বাদ দেওয়া ইত্যাদি
  2. সম্পাদক( Editor ): একজন এডিটরের সকল ধরনের পোস্ট, পেজ, কমেন্ট, ক্যাটাগরি, ট্যাগ এবং লিংকে প্রবেশাধিকার(Access) থাকে। সে যেকোনো পোস্ট বা পেজ তৈরি, প্রকাশ(Publish), এডিট এবং ডিলেট করতে পারে।
  3. লেখক( Author ): একজন অথর শুধুমাত্র পোস্ট লেখা, ছবি আপলোড করা, নিজের পোস্ট এডিট এবং প্রকাশ করতে পারে।
  4. কন্ট্রিবিউটর( Contributor ): একজন কন্ট্রিবিউটর শুধুমাত্র তার নিজের পোস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত সেই পোস্টে লিখতে এবং পরিবর্তন আনতে পারে। সে শুধুমাত্র পোস্ট বা পেজ তৈরি করতে পারে কিন্তু এগুলো প্রকাশ করতে পারে না। সে ছবি/ফাইলও আপলোড করতে পারে না। কিন্তু আপনার সাইটের স্ট্যাটাস দেখতে পারে। তাদের পোস্ট এডমিনিস্ট্রেটর( Administrator ) কর্তৃক রিভিউ ছাড়া প্রকাশ হয় না। রিভিউ শেষে এডমিন পোস্ট প্রকাশ করলে কন্ট্রিবিউটর সেই পোস্টে আর কোনো পরিবর্তন করতে পারে না।
  5. ফলোয়ার( Follower ): একজন ফলোয়ার শুধুমাত্র পোস্ট পড়তে এবং পোস্টে কমেন্ট করতে পারে। ফলোয়ার হলো তারা যারা আপনার সাইটের আপডেট তথ্য পাওয়ার জন্য আপনার সাইটে সাইন-ইন করে।
  6. ভিউয়ার( Viewer ): একজন ভিউয়ার শুধুমাত্র পোস্ট দেখতে পারে। সে পোস্ট এডিট করতে পারে না কিন্তু কমেন্ট করতে পারে।


ওয়ার্ডপ্রেসে ব্যবহারকারি যুক্ত করা

এই পর্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটে কিভাবে ব্যবহারকারী যুক্ত করা যায়। যখন ব্যবহারকারী ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটে রেজিস্টার করে, তখন আপনি একটি ই-মেইল নোটিফিকেশন পাবেন। যাতে আপনি নতুন ইউজার রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে পারেন এবং ব্যবহারকারীর ভূমিকা নির্ধারন করতে পারেন।

ওয়ার্ডপ্রেসে নিম্নের ধাপ অবলম্বন করে ব্যবহারকারী তৈরি করুন।

ধাপ ১: ক্লিক Users --> Add New


ধাপ ২: আপনি Add NeW User পেইজে ব্যবহারকারীর তথ্য দিতে পারবেন। সকল রিকুয়ার্ড ফিল্ড পূরন করুন( নিম্নের ছবির মত )।


  1. Username ( required ): ইউনিক username দিন, যেটা আপনি ওয়েবসাইটে দেখতে চান।
  2. E-mail ( required ): বৈধ ই-মেইল দিন। ব্যবহারকারী এই ই-মেইলের মাধ্যমে সাইট হতে নোটিফিকেশন গ্রহন করবে।
  3. First Name: ব্যবহারকারীর প্রথম নাম দিন।
  4. Last Name: ব্যবহারকারীর শেষ নাম দিন।
  5. Website: ব্যবহারকারীর ওয়েবসাইটের URL দিন।
  6. Password ( required): পাসওয়ার্ড দিন।
  7. Repeat Password (required): পুনরায় একই পাসওয়ার্ড দিন।
  8. Send Password: ই-মেইল চেকবক্সের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পাসওয়ার্ড প্রেরন করুন। ব্যবহারকারী নতুন পাসওয়ার্ডসহ একটি ই-মেইল গ্রহন করবে।
  9. Role: ড্রপডাউন থেকে নির্দিষ্ট ভূমিকা সিলেক্ট করুন। যেমন- Subscriber, Contributor, Author, Editor or Administrator.


ইউজার লিস্টে নতুন ইউজার যুক্ত করতে Add New User বাটনে ক্লিক করুন।


ধাপ ৩: ইউজার যুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আপনি ইউজার লিস্ট দেখতে পারেন। নিম্নের ছবির মতো New User Created মেসেজ দেখাবে।



EDIT USERS

এই পর্যায়ে আমরা ওয়ার্ডপ্রেসের Edit Users সম্পর্কে জানব।

নিম্নে কিছু সহজ ধাপ দেখানো হলো-

ধাপ (১): ক্লিক করুন Users -> All Users


ধাপ (২): আপনি Users লিস্ট দেখতে পাবেন।


যখন আমরা Change Role বক্সে ক্লিক করি, তখন উপরের স্ক্রিনসটের মতো একটি ড্রপডাউন লিস্ট দেখাবে।

  1. Subscriber: যে শুধু নিজের প্রোফাইল মেনেজ করতে পারবে।
  2. Contributor: যে শুধু পোস্ট এডিট এবং পোস্ট লেখতে পারবে। কিন্তু পোস্ট পাবলিশ করতে পারবে না।
  3. Author: যে পোস্ট পাবলিশ এবং মেনেজ করতে পারবে।
  4. Editor: যে পোস্ট পাবলিশ, মেনেজ এবং পোস্টে অন্য ব্যবহারকারী যুক্ত করতে পারবে।
  5. Administrator: যার কাছে একটি ওয়েবসাইটের সকল এক্সেস থাকে।

Change বাটনে ক্লিক করে আপনি ব্যবহারকারীর Role পরিবর্তন করতে পারেন।


ধাপ (৩):নিম্নের ছবির মতো User এডিট করার জন্য Edit-এ ক্লিক করুন।



ধাপ (৩):Edit User পেইজে আপনি ব্যবহারকারীর তথ্য আপডেট করতে পারেন।



DELETE USERS

এই পর্যায়ে আমরা ওয়ার্ডপ্রেসের ইউজার কীভাবে ডিলিট করা যায় তা শিখব।


ধাপ (১): Users -> All Users এ ক্লিক করুন।


ধাপ (২): নিম্নের ছবির মতো ব্যবহারকারীর লিস্ট দেখাবে।


ধাপ (৩):যেটা ডিলিট করবেন সেটা সিলেক্ট করুন। Delete এ ক্লিক করুন।



ধাপ (৪):Delete এ ক্লিক করার পর নিম্নের পেইজ প্রদর্শিত হবে।



ধাপ (৫): Confirm Deletion বাটনে ক্লিক করে ডিলিট করুন।



ব্যক্তিগত প্রোফাইল

এই পর্যায়ে আমরা কিভাবে ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে হয় তা শিখব।


ধাপ (১): Users -> Your Profile এ ক্লিক করুন।


ধাপ (২): যখন আপনি Your Profile এ ক্লিক করবেন তখন নিম্নের পেইজ দেখাবে।


ধাপ (৩):সকল তথ্য দেওয়ার পর Update Profile এ ক্লিক করুন।