থিম ম্যানেজমেন্ট
এই পর্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম ম্যানেজমেন্ট করতে হয়। এটা ইমেজ ফাইল, টেমপ্লেট, সিএসএস স্টাইলশিট ইত্যাদি অন্তর্ভুক্ত করে। যা আপনার ওয়েব সাইটকে দর্শনীয় করে তুলতে সাহায্য করে।
নিম্নে থিম ইন্সটল, নতুন থিম যোগ এবং কাস্টোমাইজ সম্পর্কে আলোচনা করা হলোঃ
ধাপ ১: ড্যাশবোর্ড এর লেফট মেনুবার থেকে Appearance -> Themes সিলেক্ট করুন।
ধাপ ২: এরপর নিম্নের ছবির মত একটি পেজ দেখতে পাবেন। থিমের উপর মাউস নিয়ে যান এবং Theme Details এ ক্লিক করুন।
আপনি Theme Details এ ক্লিক করলে নিম্নের পেইজটি দেখাবে। যেখানে থিমের ভার্সন, বর্ননা, ট্যাগ ইত্যাদি রয়েছে। আপনি যদি এই থিমটি সক্রিয় করতে চান তবে Activate বাটনে ক্লিক করুন। আর আপনি যদি থিমটি চেক করতে চান তবে Live preview এ ক্লিক করুন।
আপনি যদি Active বাটনে ক্লিক করেন তাহলে নিম্নের পপ-আপ মেসেজটি দেখাবে।
ধাপ ৩: Customize বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: পেজের বাম পাশ থেকে আপনি আপনার থিমটি কাস্টোমাইজ করতে পারবেন। আপনার সকল পরিবর্তন পেজের ডান পাশে দেখাবে।
ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজেশন
এই পর্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজিং সম্পর্কে জানবো। কাস্টোমাইজ আপনার ওয়েব সাইটকে নতুনভাবে উপস্থাপন করতে সাহায্য করবে। এটার মাধ্যমে আপনি টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার/ছবি, নতুন টাইটেল যোগ ইত্যাদিসহ আরও অনেক কিছু করতে পারবেন।
Appearance->Customize এ ক্লিক করুন।
এরপর নিম্নের স্ক্রিনটি দেখাবে।
উপরের ছবির মত বাম সাইডে কাস্টোমাইজ সেকশন এবং ডান সাইডে আপনার থিমটি দেখতে পাবেন। সুতরাং বাম সাইডে আপনি যা কিছু পরিবর্তন করবেন ডান সাইডে তা প্রদর্শিত হবে। কাস্টোমাইজ সেকশনে কিছু অপশন আছে যা আপনাকে অব্যশই জানতে হবে।
- Active theme: এই সেকশনের Change বাটনে ক্লিক করে আপনি চলমান(current) থিমটি পরিবর্তন করতে পারেন।
যখন আপনি Change বাটনে ক্লিক করবেন তখন আপনি থিমের লিস্ট দেখতে পাবেন। আপনার পছন্দমত যেকোনো একটি থিমে ক্লিক করুন এবং "Save & Continue" এ ক্লিক করুন। - Site Title & Tagline: এই সেকশনে আপনি সাইটের টাইটেল এবং ট্যাগলাইন যুক্ত করতে পারবেন। ‘Site Title’ সেকশনে আপনার সাইটের টাইটেল দিন এবং "Tagline" বক্সে ট্যাগলাইন দিন।
- Colors: আপনি এই সেকশনে আপনার সাইটের হেডার এর কালার পরিবর্তন করতে পারেন।
- Header Image: এই সেকশনে আপনি সাজেশন থেকে ছবি সিলেক্ট করে অথবা ‘Add new image’ এ ক্লিক করে আপনি আপনার নিজস্ব ছবি যোগ করতে পারেন।
- Widgets: এখান থেকে আপনি Widgets যুক্ত করতে পারবেন।
- Static Front: আপনার সাইটের জন্য latest posts অথবা static front page সিলেক্ট করতে পারেন।
ওয়ার্ডপ্রেস উইজেট ম্যানেজমেন্ট
এই পর্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস WIDGET MANAGEMENT সম্পর্কে জানবো। উইজেট হলো ছোট ছোট ব্লক যার মাধ্যমে আমরা নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করতে পারি। এটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস থিমের গঠন এবং নকশা(Structure and Design) নিয়ন্ত্রন করতে পারি।
WIDGET এর কিছু বৈশিষ্ট্যঃ
- কন্টেন্ট এবং বৈশিষ্ট্য যুক্ত করতে সাহায্য করে।
- WIDGET এরিয়াতে সহজেই এগুলোকে ড্রাগ এবং ড্রপ(Drag and Drop) করা যায়।
- প্রত্যেক থিমের জন্য এগুলো ভিন্ন ভিন্ন হয়।
ধাপ ১: Appearance --> Widgets এ ক্লিক করুন।
ধাপ ২: এরপর নিম্নের পেজটি দেখাবে।
ধাপ ৩: উইজেট ড্রাগ করে Sidebar এ নিয়ে যান। আপনি কোনো widget এখানে যুক্ত করলে তা আপনার সাইটে দেখাবে।
ওয়ার্ডপ্রেস ব্যাকগ্রাউন্ড
এই পর্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড অপাসিটি সম্পর্কে জানবো।
ধাপ ১: ড্যাশবোর্ড থেকে Appearance -> Background এ ক্লিক করুন।
ধাপ ২: Background Image সেকশন সিলেক্ট করলে নিম্নের ছবির মত পেজ দেখাবে।
ধাপ ৩: ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তনের জন্য উপরের ছবিতে প্রতীয়মান Select Image বাটনে ক্লিক করুন। এরপর নিম্নের পেইজটি দেখাবে।
ইমেজ আপলোড করার জন্য দুটি অপশন রয়েছে। যথাঃ
ধাপ ৪: Upload Files-- Upload Files এ ক্লিক করলে নিম্নের স্ক্রিনটি দেখাবে। এরপরে Select Files এ ক্লিক করে আপনার ডেস্কটপ থেকে পছন্দমত একটি ইমেজ সিলেক্ট করুন। পরিশেষে Choose Image বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: Media Library-- Media Library তে ক্লিক করলে নিম্নের পেজটি দেখাবে। আপনি যে ফাইল(ইমেজ)গুলো আপলোড করেন সেগুলো Media Library তে জমা হয়। । ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য আপনি এখান থেকে যেকোন একটি ছবি সিলেক্ট করতে পারবেন।
ইমেজ সিলেক্ট করার পর নিম্নের অপশনগুলো দেখাবে।
- Edit Image: উপরের ছবিতে প্রদর্শিত Edit Image বাটনে ক্লিক করলে অন্য একটি পেজে নিয়ে যাবে যেখানে আপনি ইমেজের সাইজ, ডাইমেনশন, ইমেজ Crop এবং thumbnail সেট করেত পারবেন। প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিম্নের স্ক্রিনশটের মত প্রথমে Save বাটনে ক্লিক করুন। এরপর Update বাটনে ক্লিক করুন।
- Delete Permanently: Media Library থেকে চিরস্থায়ীভাবে ইমেজ ডিলেট করার জন্য এই বাটনে ক্লিক করুন।
- URL: এই বক্সে ইমেজের URL প্রদান করুন।
- Title: এখান থেকে আপনি ইমেজের টাইটেল পরিবর্তন করতে পারবেন।
- Caption: এই সেকশনে আপনি ইমেজ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবেন।
- Alt text: এখানে ইমেজের জন্য বিকল্প(alternative) টেক্সট প্রদান করুন যেন ইউজাররা এই নাম ধরে সার্স ইঞ্জিন থেকে ইমেজ সার্স করতে পারে।
- Description: এই সেকশনে আপনি ইমেজ সম্পর্কে সামান্য বর্ণনা দিতে পারবেন।