ওয়ার্ডপ্রেস সেটিংস
ওয়ার্ডপ্রেস General সেটিংস
ওয়ার্ডপ্রেসের সাধারণ সেটিং সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেস সাধারন সেটিং ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার সাইটের মৌলিক কনফিগারেশন সেট করতে পারবেন।
নিম্নে সাধারন সেটিং এর ধাপ গুলো আলোচনা করা হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস নেভিগেশন মেনুর Settings -> General অপশনে ক্লিক করুন।
ধাপ ২: সাধারণ সেটিংস পেজটি নিম্নের স্ন্যাপশট এর মত দেখাবে।
নিম্নে সাধারন সেটিংস এর প্রত্যেকটি ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- Site Title: টেমপ্লেট হেডারে সাইট এর নাম প্রদর্শিত হবে।
- Tagline: একটি ছোট বাক্যে আপনার সাইট এর স্লোগান প্রদর্শিত হবে।
- WordPress Address (URL): এটা হলো ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির URL যেখানে আপনার এপ্লিকেশন এর সকল মূল(Core) ফাইলসমূহ জমা থাকে।
- Site Address (URL): এখানে আপনার সাইট এর URL প্রদান করুন যা আপনার ব্রাউজারে প্রদর্শিত হবে।
- E-mail Address: এখানে আপনার ই-মেইল এড্রেস প্রদান করুন যা ভবিষ্যতে আপনাকে ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার এবং যেকোনো ধরণের আপডেট করতে সাহায্য করবে।
- Membership: চেক বক্স চেক করলে যে কেউ আপনার সাইটে একাউন্ট রেজিষ্ট্রেশন করতে পারবে।
- New User Default Role: সদ্য রেজিষ্ট্রেশন করা ব্যবহারকারী বা সদস্যদের জন্য ডিফল্ট ভূমিকা(Role) সেট করা যায়।
- Timezone: নির্দিষ্ট শহরের ভিত্তিতে টাইম জোন সেট করতে পারবেন।
- Date Format: আপনার চাহিদা অনুযায়ী সাইটে তারিখের ফরম্যাট সেট করতে পারবেন।
- Time Format: আপনার চাহিদা অনুযায়ী সাইটে সময়ের ফরম্যাট সেট করতে পারবেন।
- Week Starts On: এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ক্যালেন্ডারের সপ্তাহের প্রথম দিন সেট করতে পারবেন। ডিফল্ট ভাবে সপ্তাহের প্রথম দিন থাকে সোমবার।
- Site Language: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের জন্য ভাষা সেট করতে পারবেন।
ধাপ ৩: সাধারন সেটিং এর সকল তথ্য পূরণ করার পর Save Changes বাটনে ক্লিক করুন। এটা আপনার সাধারন সেটিংস এর সকল তথ্য সংরক্ষন করে রাখে।
ওয়ার্ডপ্রেস Writing সেটিং
ওয়ার্ডপ্রেস Writing সেটিং সম্পর্কে। Writing সেটিংস লেখার অগ্রাধিকার/অভিজ্ঞতা নিয়ন্ত্রন করতে পারে এবং ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন প্রদান করে।
এই সেটিংস এর মাধ্যমে আপনি পোস্ট, পেজ এবং পোস্ট টাইপ সংযোজন ও সম্পাদনায় নিয়ন্ত্রন করতে পারবেন। একইসাথে ঐচ্ছিক কার্যাবলী যেমন- দুরবর্তী প্রকাশনা, ই-মেইলের মাধ্যমে পোস্ট এবং সার্ভিস আপডেটেও নিয়ন্ত্রন করতে পারবেন।
Writing সেটিংস এর ধাপগুলো নিম্নে পর্যায়ক্রমে আলোচনা করা হয়েছেঃ
ধাপ ১: Writing setting পরিবর্তন করার জন্য Settings -> Writing অপশনে যান।
ধাপ ২: Writing সেটিংস পেজটি নিচের স্ন্যাপশট এর মত দেখাবে।
নিম্নে Writing setting পেজ এর প্রতিটি ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- Default Post Category: আপনি এখানে আপনার পোস্টের ক্যাটাগরি নির্ধারন করতে পারবেন। তবে ডিফল্ট ভাবে Uncategorized দেওয়া থাকে।
- Default Post Format: পোস্ট ফরম্যাট নির্বাচন করে পোস্টে প্রয়োগ করার জন্য এটা থিম কর্তৃক ব্যবহৃত হয়। এছাড়া এটার মাধ্যমে বিভিন্ন টাইপের পোস্টের জন্য বিভিন্ন স্টাইলও তৈরি করা যায়।
- Post via e-mail: ই-ইমেইল এর মাধ্যমে আপনার ব্লগে পোস্ট তৈরি এবং পোস্ট প্রকাশনার জন্য এই অপশনটি ই-মেইল এড্রেস ব্যবহার করে। এই সুবিধা নেওয়ার জন্য প্রথমেই আপনাকে POP3 এক্সেস সম্বলিত একটি গোপন ই-মেইল একাউন্ট সেটআপ করতে হবে এবং এই এড্রেসে রিসিভ হওয়া যেকোনো মেইল সরাসরি ব্লগে পোস্ট হবে।
- Mail Server: ওয়ার্ডপ্রেসে আপনি যে ই-মেইলগুলো পাঠাবেন এটা সেগুলো পড়ার সম্মতি দেয় এবং পূনরায় ব্যবহার এর জন্য সংরক্ষন করে রাখে। এটা করার জন্য আপনার প্রয়োজন POP3 উপযোগী মেইল সার্ভার এবং এটার জন্য থাকতে হবে একটি URI এড্রেস। যেমন- mail.example.com এর জায়গায় মেইল এড্রেসটি প্রদান করতে হবে।
- Login Name: পোস্ট তৈরি করতে ওয়ার্ডপ্রেসের একটি নিজস্ব ই-মেইল একাউন্ট এর প্রয়োজন হবে। Login Name এই ই-মেইল এড্রেসটি ব্যবহার করবে এবং যা গোপন অবস্থায় রাখতে হবে।
- Password: উপরের ই-মেইল এড্রেসের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে।
- Default Mail Category: সকল পোস্টের জন্য কাস্টম ক্যাটাগরি সিলেক্ট করা হয় যা ই-মেইল দ্বারা পোস্ট প্রকাশনা করা যায়।
- Update Services: যখন আপনি নতুন পোস্ট পাবলিশ করবেন, ওয়ার্ডপ্রেসে অটোমেটিক বক্সের মধ্যে Update Services ক্লিক করুন।
ধাপ(৩): উপরের সকল তথ্য পূরন করার পরে, Save Changes বাটনে ক্লিক করে সকল তথ্য সংরক্ষন করুন।
ওয়ার্ডপ্রেস Reading সেটিং
ওয়ার্ডপ্রেস Reading সেটিংস সম্পর্কে জানবো। ফ্রন্ট পেজ সম্পর্কিত কন্টেন্ট সেট করার জন্য ওয়ার্ডপ্রেস Reading সেটিংস ব্যবহৃত হয়। Reading সেটিংস এর মাধ্যমে আপনি সেট করতে পারবেন মেইন(main) পেজে কয়টা পেজ প্রদর্শিত হবে।
নিম্নে Reading সেটিংস এর ধাপ গুলো আলোচনা করা হলোঃ
ধাপ ১: Reading Settings পরিবর্তন করার জন্য Settings -> Reading অপশনে যান।
ধাপ ২: Reading Settings পেজটি নিম্নের স্ন্যাপশট এর মত দেখাবে।
নিম্নে Reading Settings এর প্রতিটি ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- Front page displays: মেইন পেজকে নিম্নের যেকোনো একটি ফরম্যাটে প্রদর্শন করানোর জন্য এই সেকশনটি ব্যবহৃত হয়ঃ
- Your latest posts: এটা সর্বশেষ(latest) পেজসমূহকে ফ্রন্ট পেজে প্রদর্শন করাবে।
- A static page: এটা স্ট্যাটিক পেজগুলোকে ফ্রন্ট পেজে প্রদর্শন করাবে।
- Front Page: ড্রপ ডাউন লিস্ট থেকে আপনি নির্দিষ্ট পেজ সিলেক্ট করতে পারেন যেটি ফ্রন্ট পেজে প্রদর্শিত হবে।
- Posts Page: ড্রপ ডাউন লিস্ট থেকে আপনি পেজ সিলেক্ট করতে পারেন যা পোস্ট ধারণ করে।
- Blog pages show at most: প্রতি পেজ/সাইটে সাইটে কত সংখ্যক পোস্ট প্রদর্শিত হবে তা নির্ধারণ করা হয়। ডিফল্টভাবে ১০টি পোস্ট সেট করা থাকে।
- Syndication feeds show the most recent: ইউজার যখন কোনো একটি সাইট ফিড ডাউনলোড করবে তখন পোস্টের সংখ্যা দেখতে পারবে। ডিফল্টভাবে ১০টি পোস্ট সেট করা থাকে।
- For each article in a feed, show: নিচের যেকোনো একটি ফরম্যাটে পোস্ট প্রদর্শন করানোর জন্য এই সেকশনটি ব্যবহার করা হয়ঃ
- Full Text: এটা চেক করলে সম্পূর্ণ পোস্ট প্রদর্শিত হবে। ডিফল্টভাবে এটাই সেট করা থাকে।
- Summary: এটা চেক করলে পোস্টের সারাংশ প্রদর্শিত হবে।
- Search Engine Visibility: চেকবক্সে ক্লিক করলে সার্চ ইঞ্জিন সাইট ইন্ডেক্সে নিরুৎসাহিত হয়। সুতরাং সার্চ ইঞ্জিন আপনার সাইটকে এড়িয়ে যাবে।
ধাপ ৩: Reading Setting এর তথ্য সংরক্ষন করতে সকল তথ্য পূরন করা হলে Save Changes বাটনে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস Discussion সেটিংস
ওয়ার্ডপ্রেসে Discussion সেটিংস সম্পর্কে জানবো। Discussion সেটিংস কে ব্লগার এবং ভিজিটর এর মধ্যে মিথস্ক্রিয়া(interaction) হিসাবে চিহ্নিত করা হয়। ইউজার থেকে আসা পোস্ট/পেজে নিয়ন্ত্রন রাখার জন্য এই সেটিংসটি মূলত এডমিন কর্তৃক করা হয়।
নিচে এই সেটিং এর ধাপ গুলো আলোচনা করা হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের মেনুবার থেকে Settings -> Discussion অপশনে ক্লিক করুন।
ধাপ ২: Discussion Settings পেজটি নিম্নের স্ন্যাপশট এর মত প্রদর্শিত হবে।
নিম্নে Discussion settings এর প্রতিটি ফিল্ড সম্পর্কে আলোচনা করা হলো।
- Default article settings: আপনার তৈরি করা নতুন পেজ বা পোস্ট এর জন্য এটা ডিফল্ট সেটিংস। এটার আরও তিনটি সেটিং আছে। সেগুলো হলোঃ
- Attempt to notify any blogs linked to from the article: যখন আপনি আর্টিক্যাল প্রকাশ করবেন তখন এটা অন্যান্য ব্লগে নোটিফিকেশন পাঠাবে।
- Allow link notifications from other blogs (pingbacks and trackbacks): অন্য ব্লগ থেকে পিংস(pings) গ্রহন করে।
- Allow people to post comments on new articles: এই সেটিংস ব্যবহার করে আপনি আপনার আর্টিকেলে অন্যদেরকে কমেন্ট করার অনুমোদন দিতে/না দিতে পারেন।
- Other Comment Settings - এই সেটিংস-এ নিচের অপশনগুলো রয়েছেঃ
- Comment author must fill out name and e-mail: যখন আপনি এই বক্স চেক করবেন তখন ভিজিটরদের নাম এবং ই-মেইল এড্রেস পূরণ করা বাধ্যতামূলক।
- Users must be registered and logged in to comment: যখন আপনি এই বক্স চেক করবেন তখন শুধুমাত্র রেজিস্ট্রার্ড ভিজিটররাই কমেন্ট করতে পারবে। আর যদি চেক না করেন তাহলে যে কেউ যেকোনো সংখ্যক কমেন্ট করতে পারবে।
- Automatically close comments on articles older than days: এই অপশন এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী শুধুমাত্র বিশেষ সময়ের কমেন্টগুলো রাখতে পারেন।
- Enable threaded (nested) comments: যখন আপনি এই অপশনটি চেক করবেন তখন ভিজিটর রিপ্লাই দিতে অথবা আলোচনা করতে পারবে এবং তারা সাড়াও পাবে।
- Break comments into pages with top level comments per page and the page displayed by default: আপনার পেজে যদি প্রচুর পরিমান কমেন্ট থাকে তাহলে আপনি এই চেকবক্স চেক করে কমেন্টগুলোকে বিভিন্ন পেজে বিভক্ত করতে পারবেন।
- Comments should be displayed with the comments at the top of each page: আপনি কমেন্টগুলকে এসেন্ডিং(ascending) অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারবেন।
- Email me whenever: এই সেটিংস এর দুটি অপশন আছে। যেমনঃ
- Anyone posts a comment: আপনি যখন এই চেকবক্স চেক করবেন তখন লেখক তার পোস্টের প্রতিটি সিঙ্গেল কমেন্টের জন্য একটি ই-মেইল পাবে।
- A comment is held for moderation: এডমিন কর্তৃক অনুমোদন না হওয়া পর্যন্ত আপনি যদি আপনার কমেন্ট আপডেট করতে না চান তাহলে এটা ব্যবহৃত হয়।
- Before a comment appears: এই সেটিংস এর মাধ্যমে আপনি আপনার পোস্ট নিয়ন্ত্রন করতে পারবেন। এটারও দুটি সেটিংস রয়েছে। যেমনঃ
- Comment must be manually approved: আপনি যদি এই চেকবক্স চেক করেন তাহলে শুধুমাত্র এডমিন দ্বারা অনুমোদিত কমেন্টগুলোই পোস্ট বা পেজে প্রদর্শিত হবে।
- Comment author must have a previously approved comment: এই চেকবক্স চেক করলে আপনি এমন লেখকের কমেন্ট অনুমোদন করতে পারবেন যার কমেন্ট ইতিপূর্বে ছিল এবং তার এই ই-মেইল এড্রেস এবং পূর্বের কমেন্টের ই-মেইল এড্রেস একই হতে হবে। অন্যথায় কমেন্টটি অনুমোদনের অপেক্ষায় আটকে থাকবে।
- Comment Moderation: এক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক লিংক থাকবে যেগুলোতে কমেন্ট গ্রহণযোগ্য।
- Comment Blacklist: এখানে আপনি আপনার নিজস্ব স্প্যাম ওয়ার্ড(spam word)গুলো ইনপুট দিতে পারেন যেগুলো আপনার ভিজিটর comments, URL, e-mail ইত্যাদির মধ্যে ইনপুট দিতে পারবে না। পরবর্তীতে এগুলো কমেন্টকে ফিল্টার করবে।
- Avatars: Avatar হলো একটি ছোট ছবি যা ড্যাশবোর্ড স্ক্রিনের উপররের দিকে ডান পাশের কর্নারে আপনার নামের পাশে প্রদর্শিত হয়। এটা দেখতে আপনার প্রোফাইল ছবির মতই। ওয়ার্ডপ্রেস সাইটে Avatar সেট করার অপশনগুলো নিম্নে তুলে ধরা হলোঃ
- Avatar Display: যখন এটা চেক করা হবে তখন আপনার এভাটার আপনার নাম এর পাশে প্রদর্শিত হবে।
- Maximum rating: এটা ছাড়া এভাটার এর জন্য আরো চারটি অপশন রয়েছে যেগুলোর মধ্যে যেকোনো একটি অপশন আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো হলো G, PG, R এবং X । এটা হলো বয়স সেকশন যার মাধ্যমে আপনি নির্বাচন করতে পারবেন কোন ধরণের ভিজিটর এর কাছে আপনার পোস্ট প্রদর্শিত হবে।
- Default Avatar: এই অপশনের মাধ্যমেও বিভিন্ন ধরণের এভাতার সেট করা যায়। ভিজিটর এর ই-মেইল এড্রেস অনুযায়ীও আপনি এই সকল এভাতার সেট করতে পারেন।
আপনি আপনার ইচ্ছামত পৃথক আর্টিক্যালের জন্যও সেটিংস পরিবর্তন করতে পারেন।
ধাপ ৩: পরিবর্তন গুলো সংরক্ষন করার জন্য Save Changes বাটনে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস মিডিয়া সেটিংস
ওয়ার্ডপ্রেস মিডিয়া সেটিংস সম্মন্ধে জানবো। আপনি আপনার ওয়েব সাইটে যে ছবি ব্যবহার করতে চান তার width এবং height সেট করার জন্য এই সেটিংস ব্যবহৃত হয়। নিম্নে মিডিয়া সেটিন্স এর ধাপসমূহ পর্যায়ক্রমে তুলে ধরা হলোঃ
ধাপ১: ওয়ার্ডপ্রেস এর লেফট সাইড বার হতে Settings->Media তে ক্লিক করুন।
ধাপ(২): মিডিয়া সেটিংস পেজটি নিচের স্ক্রিনশটের মত দেখাবে।
মিডিয়া সেটিংস এর প্রতিটি ফিল্ড সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ
- Thumbnail size: Thumbnail এর সাইজ সেট করতে পারবেন।
- Medium size: ইমেজের height এবং width মধ্যম আকারে সেট করতে পারবেন।
- Large size: ইমেজের height এবং width বড় আকারে সেট করতে পারবেন।
- Uploading files: এই চেকবক্স চেক করলে আপলোড করা ছবিসমূহের জন্য বছর এবং মাসের উপর ভিত্তিকরে ফোল্ডার তৈরি হবে।
ধাপ(৩): ছবির ডাইমেনশন(পিক্সেলে) সেট করার পর Save Changes বাটনে ক্লিক করুন। এটা আপনার মিডিয়া সেটিংস এর সকল তথ্য সংরক্ষন করবে।
ওয়ার্ডপ্রেস পারমালিঙ্ক সেটিং
ওয়ার্ডপ্রেস পারমালিঙ্ক সেটিংস সম্পর্কে জানবো। পার্মালিঙ্ক হলো নির্দিষ্ট ব্লগ পোস্ট বা ক্যাটাগরির স্থায়ী লিংক। এটার মাধ্যমে ডিফল্ট পার্মালিঙ্ক এর গঠন সেট করা যায়। ওয়ার্ডপ্রেসে আপনার পোস্ট এর পার্মালিংক সেট করার জন্যই মূলত এই সেটিংস ব্যবহৃত হয়।
নিম্নে পারমালিঙ্ক সেটিংস এর ধাপ গুলো আলোচনা করা হলোঃ
ধাপ ১: লেফট নেভিগেশন মেনু থেকে Settings-> Permalinks অপশনে ক্লিক করুন।
ধাপ ২: যখন আপনি Permalinks এর উপর ক্লিক করবেন, তখন আপনার স্ক্রিনে নিচের পেজটি প্রদর্শিত হবে।
উপরের স্ক্রিনের প্রতিটি ফিল্ড সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ
- Common settings: আপনার ব্লগ এর permalink এর গঠন সেট করার জন্য যেকোনো একটি রেডিও বাটন চেক করুন।
- Default: এটা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট URL এর গঠন সেট করে।
- Day and name: এটা আপনার পোস্ট এর তারিখ এবং নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Month and name: এটা আপনার পোস্ট এর মাস এবং নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Numeric: এটা আপনার পোস্ট এর সংখ্যা অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Post name: এটা আপনার পোস্ট এর নাম অনুযায়ী URL এর গঠন সেট করে।
- Custom Structure: টেক্সট বক্সে কাংখিত নাম লিখলে এটা আপনার পছন্দ আনুযায়ী URL এর গঠন সেট করে।
- Optional: এগুলো ঐচ্ছিক। মেইন ক্যাটাগরি অথবা ট্যাগ URL এর জন্য আপনি কাস্টম গঠন সেট করতে পারেন। যদি আপনার টেক্সট বক্স খালি থাকে তাহলে ডিফল্ট সেটিং ব্যবহৃত হয়। এক্ষেত্রে আপনি দুইটি অপশন পাবেন।
- Category Base: আপনার ক্যাটাগরি URL এর জন্য কাস্টম প্রিফিক্স(prefix) যুক্ত করে।
- Tag Base: আপনার ট্যাগ URL এর জন্য কাস্টম প্রিফিক্স(prefix) যুক্ত করে।
ধাপ ৩: আপনার পরিবর্তন সম্পূর্ণ হলে permalink settings সংরক্ষন করার জন্য Save Changes বাটনে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস প্লাগ-ইনস্ সেটিংস
ওয়ার্ডপ্রেস সাইটে প্লাগ-ইনস্ ব্যবহার করতে হয়। প্লাগ-ইনস্ ব্যবহার করে আপনি খুব সহজেই ওয়ার্ডপ্রেস সাইট বা ব্লগ কাস্টোমাইজ বা মডিফাই করতে পারবেন। ওয়ার্ডপ্রেস প্লাগইন এক ধরণের সফটওয়্যার যা সাইট এর কার্যাবলী(functionality) সম্প্রসারণের জন্য আপলোড করা হয়। এগুলো ওয়ার্ডপ্রেস ব্লগে বিভিন্ন সার্ভিস বা বৈশিষ্ট্য যোগ করে। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ করে দেওয়ার জন্যই মূলত প্লাগইন ব্যবহৃত হয়। নিম্নে ওয়ার্ডপ্রেস প্লাগইন যোগ করার সাধারণ ধাপসমূহ দেখানো হলোঃ
ধাপ ১: নিম্নের স্ন্যাপশট অনুযায়ী বাম পাশের মেনুবার এর Plugins -> Installed Plugins এ ক্লিক করুন।
ধাপ ২: নিচের পেজটি আসবে।
এই সেকশনে আপনি ইতোমধ্যে ইনস্টল করা প্লাগইনগুলো দেখতে পাবেন।
ধাপ ৩: নিচের স্ক্রিন অনুসরন করে Plugins -> Add New মেনুতে ক্লিক করুন।
ধাপ ৪: ওয়ার্ডপ্রেসে ব্যবহৃত প্লাগইন এর একটি লিস্ট প্রদর্শিত হবে। এখানে সরবরাহকৃত যেকোনো প্লাগইন আপনি সরাসরি ইনস্টল করতে পারবেন অথবা Upload Plugin এর উপর ক্লিক করে পূর্বের ডাউনলোড করা প্লাগইন ম্যানুয়ালিও আপলোড করতে পারবেন।
আপলোড প্লাগইন বাটনের উপর ক্লিক করলে নিচের পেজটি প্রদর্শিত হবে।
আপনি যদি Choose File এ ক্লিক করেন তাহলে আপনি আপনার সিস্টেম থেকে ফাইল যুক্ত করার অপশন পাবেন। অন্যথায় আপনি ওয়ার্ডপ্রেস সাইট থেকে সরাসরিও প্লাগইন পছন্দ করতে পারবেন এবং নিম্নের স্ক্রিন অনুযায়ী Install now বাটনে ক্লিক করুন।
যখন আপনি Install Now বাটনে ক্লিক করবেন তখন প্যাকেজটি ডাউনলোড এবং ইনস্টল শুরু হবে। তারপরে ঐ প্লাগইনকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ব্যবহার করতেে হলে নিম্নের স্ক্রিন অনুযায়ী Activate বাটনে ক্লিক করুন।
Activate বাটনে ক্লিক করার পরে আপনি একটি ম্যাসেজ পাবেন Plugin activated। এছাড়া ইনস্টল্ড প্লাগইন এর একটি তালিকাও দেখতে পাবেন।
Plugin activated ম্যাসেজের ঠিক নিচেই আপনি কিছু অপশন দেখতে পাবেন। যেমন- All, Active, Inactive এবং Update available।
যখন আপনি Active এর উপর ক্লিক করবেন তখন নিচের পেজটি আসবে। এখানে আপনি সকল অ্যাকটিভ প্লাগইন দেখতে পাবেন।
যখন আপনি Inactive এর উপর ক্লিক করবেন তখন আপনার সাইটে ব্যবহারযোগ্য কিন্তু একটিভ অবস্থায় নাই এধরণের সকল প্লাগইন এর লিস্ট প্রদর্শিত হবে। আপনি Activate এ ক্লিক করে এগুলো অ্যাকটিভ করতে পারবেন।
যখন আপনি Update available এ ক্লিক করবেন তখন আপনি একটি প্লাগইন এর লিস্ট দেখতে পাবেন যা অবশ্যই আপনাকে আপডেট করতে হবে। Update এ ক্লিক করলে আপনি Updated ম্যাসেজ পাবেন।
Bulk Actions এ ক্লিক করে যেকোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন। প্লাগইন বক্সগুলো চেক করে update, delete, activate এবং deactivate এর মধ্যে যেকোনো একটি করার জন্য Apply বাটনে ক্লিক করুন।
ইতোপূর্বে ইনস্টল করা প্লাগইন খুব সহজে খুঁজে বের করতে প্লাগইন এর নাম Search Installed Plugins টেক্সট বক্সে টাইপ করুন। এরপরে Search Installed Plugins বাটনে ক্লিক করুন।
আপনি যখন Search Installed Plugins বাটনে ক্লিক করবেন তখন সংশ্লিষ্ট প্লাগইন সম্বলিত নিম্নের ন্যায় একটি পেজ দেখতে পাবেন।
ধাপ ৫: সাইড বার থেকে Plugins -> Editor এ ক্লিক করুন।
ধাপ৬: নিচের পেজটি প্রদর্শিত হবে।
এই পেজের মাধ্যমে আপনি প্লাগইনসমূহ এডিট করতে পারবেন। নিম্নে কিছু অপশন ব্যাখ্যা করা হলোঃ
- Select plugin to edit: ড্রপডাউন থেকে প্লাগইন সিলেক্ট করতে পারবেন এবং এডিট করতে পারবেন।
- Documentation: ড্রপডাউন থেকে টুলস সিলেক্ট করতে পারবেন এবং প্লাগইন এডিট করতে পারবেন।
- Plugin files: আপনি লিস্ট থেকে ফাইল সিলেক্ট করতে পারবেন এবং সে অনুসারে ফাইল এডিট করতে পারবেন।
পরিশেষে, প্লাগইন ফাইল এডিট করার পর Update File এ ক্লিক করুন।