ওয়ার্ডপ্রেস পোস্ট যুক্ত করা
ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট যুক্ত করা যায়। পোস্ট আমাদের কাছে আর্টিকেল হিসাবেও বেশ পরিচিত। পোস্টকে আবার কখনো কখনো ব্লগ বা ব্লগ পোস্টও বলা হয়। আপনার ব্লগকে জনপ্রিয় করার জন্যই মূলত এগুলো ব্যবহৃত হয়।
নিচে ওয়ার্ডপ্রেস Post এর সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Posts ->Add New তে ক্লিক করুন।
ধাপ ২: পোস্ট এর এডিটর পেজটি দেখতে নিচের স্ক্রিনের মত। আপনার পোস্টের প্রকৃত কন্টেন্ট যুক্ত করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস WYSIWYG এডিটর ব্যবহার করতে পারেন। WYSIWYG এডিটর সম্মন্ধে আরও জানতে Add পেইজ অধ্যায় ভিজিট করুন
Add Posts এর এডিট পেজের ফিল্ডগুলো নিচে আলোচনা করা হলো।
- Post Title: আপনার পোস্টের টাইটেল প্রদান করুন।
- Post Content: আপনার পোস্টের কন্টেন্ট প্রদান করুন।
ধাপ ৩: সংশ্লিষ্ট পোস্টটি প্রকাশ করার জন্য Publish বাটনে ক্লিক করুন।
Publish সেকশন এর অন্যান্য অপশনগুলো নিচে আলোচনা করা হলোঃ
- Save Draft: এটা ড্রাফট হিসাবে পোস্ট সংরক্ষন করে।
- Preview: আপনার পোস্ট প্রকাশ করার আগে প্রিভিউ করতে পারবেন।
- Move to Trash: পোস্ট Delete হয়ে যাবে।
- Status: পোস্ট এর স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন। যেমন- Published, Pending or Reviewer Draft.
- Visibility: পোস্টকে পাবলিক, প্রাইভেট বা পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য ভিজিবিলিটি পরিবর্তন করতে পারবেন।
- Published: প্রকাশিত পোস্টের তারিখ এবং সময় পরিবর্তন করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস এডিট পোস্ট
ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট Edit করতে হয়।
নিচে ওয়ার্ডপ্রেস Post এডিট এর সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Posts -> All Posts এ ক্লিক করুন।
ধাপ ২: এই পেজে আপনি Add Posts অধ্যায়ে তৈরি করা NewPost পোস্টটি দেখতে পাবেন। আপনি যখন মাউস কার্সর post এর উপর নিয়ে যাবেন তখন পোস্ট এর নামের নিচে কিছু অপশন দেখতে পাবেন। Edit এবং Quick Edit এই দুইটি পদ্ধতিতে পোস্ট এডিট করা যায়।
Edit: নিচের স্ক্রিন অনুযায়ী NewPost এর Edit অপশনে ক্লিক করুন।
আপনি চাইলে পোস্টের কন্টেন্ট এবং টাইটেল এডিট বা পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন শেষে নিচের স্ক্রিন অনুযায়ী Update বাটনে ক্লিক করুন।
Quick Edit : নিচের স্ক্রিনশট অনুযায়ী NewPost এর Quick Edit অপশনে ক্লিক করুন।
এখানে আপনি পোস্টের title, slag এবং date এডিট করতে পারবেন। এছাড়া আপনার পোস্টের জন্য ক্যাটাগরিও সিলেক্ট করতে পারবেন যা নিচের স্ক্রিনশটে দেখানো হলো। পরিশেষে পোস্ট এডিট নিশ্চিত করার জন্য Update বাটনে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস পোস্ট ডিলেট
ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট ডিলেট করতে হয়।
নিচে ওয়ার্ডপ্রেস Post ডিলেট এর সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Posts --> All Post এ ক্লিক করুন।
ধাপ ২: Add Posts অধ্যায়ে তৈরি করা NewPost পোস্টটি আপনি ডিলেট করতে পারেন। এখানে NewPost এর উপর মাউস কার্সর নিলে কিছু অপশন দেখতে পাবেন। Trash অপশনে ক্লিক করলে পোষ্টটি ডিলেট হয়ে যাবে।
ওয়ার্ডপ্রেস পোস্ট প্রিভিউ
ওয়ার্ডপ্রেসে কিভাবে পোষ্ট Preview করতে হয়। Preview Post এর অর্থ হলো পেজ ভিজিটরদের কাছে প্রকাশিত হওয়ার পূর্বে এক নজর দেখে নেওয়া। আপনার তৈরি পেজ প্রকাশিত হওয়ার পূর্বে ওয়েবসাইটে কিভাবে প্রদর্শিত হবে এক নজর দেখা নেওয়া খুবই নিরাপদ। এক নজর দেখার পরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পোস্ট এডিট বা পরিবর্তন করতে পারবেন।
নিচে ওয়ার্ডপ্রেস Preview Post এর সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Posts --> All Posts এ ক্লিক করুন।
ধাপ ২: এই পেজে আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট Hello World পোস্টটি দেখতে পাবেন। আপনি যখন মাউস কার্সর post এর উপর নিয়ে যাবেন তখন পোস্ট এর নামের নিচে কিছু অপশন দেখতে পাবেন। নিচের স্ক্রিন অনুযায়ী View অপশনে ক্লিক করুন।
অথবা পোস্ট এডিট বা তৈরির সময় নিচের স্ক্রিন অনুযায়ী Preview বাটনে ক্লিক করেও আপনি সরাসরি আপনার পোস্ট এক নজর দেখতে পারবেন।
ধাপ ৩: সুতরাং আপনি আপনার তৈরি পোষ্ট এক নজর দেখতে চাইলে View অথবা Preview এ ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেসে পোস্ট পাবলিশ করা
ওয়ার্ডপ্রেসে কিভাবে পোষ্ট প্রকাশ(Publish) করতে হয়। প্রকাশ করার অর্থ হলো আপনার লেখা পোস্ট প্রত্যেক ইউজার এর জন্য উন্মুক্ত করা যেন তারা পোস্টটি দেখতে পাই। ওয়ার্ডপ্রেসে পোস্ট প্রকাশের ধাপগুলো খুবই সাধারণ।
ওয়ার্ডপ্রেসে পোষ্ট প্রকাশ(Publish) করার ধাপগুলো নিচে চিত্রের সাহায্যে দেখানো হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Posts ->Add New এ ক্লিক করুন।
ধাপ ২: পোস্ট লেখার জন্য আপনি নিচের স্ক্রিনশটের মত একটি এডিটর পেজ পাবেন। আপনার পোস্ট এর কন্টেন্ট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস WYSIWYG এডিটর ব্যবহার করতে পারবেন।
ধাপ ৩: পরিশেষে Publish বাটনে ক্লিক করে আপনার লেখা পোষ্টটি প্রকাশ(Publish) করতে পারেন। প্রকাশিত পোস্টটি ইউজারদের জন্য উন্মুক্ত হবে।