মিডিয়া লাইব্রেরী
ওয়ার্ডপ্রেস Media Libray সম্পর্কে জানবো। ছবি, অডিও, ভিডিও এবং ফাইল ইত্যাদির সমন্বয়ে Media Libray গঠিত হয়। পোস্ট বা পেজের কন্টেন্ট লেখার সময় আপনি এগুলো যুক্ত এবং নতুন মিডিয়া ফাইল আপলোডও করতে পারবেন। আপনি এখানে মিডিয়া সম্পর্কিত সব কিছুই দেখতে, এডিট করতে এবং যুক্ত করতে পারবেন অথবা আপনার প্রয়োজন না হলে আপনি এগুলো ডিলেটও করতে পারবেন।
মিডিয়া লাইব্রেরী সম্পর্কে আরও স্পষ্ট হতে নিচের ধাপগুলো লক্ষ্য করুনঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Media-->library তে ক্লিক করুন।
ধাপ ২: এই পেজে আপনি মিডিয়া ফাইল দেখতে পাবেন। যেমন- ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। add new বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: মিডিয়া আপলোড করার জন্য একটি নতুন পেজ আসবে। পরবর্তী অধ্যায়ে মিডিয়া ফাইল যুক্ত করা সম্মন্ধে আলোচনা করা হয়েছে।
আপনি নিচের স্ক্রিনশট এর মত পেজের উপরের দিকে একটি বার দেখতে পাবেন যেখানে প্রদর্শিত ট্যাবগুলোর বিভিন্ন ফাংশন রয়েছে। নিন্মে এগুলো আলোচনা করা হলোঃ
List View: লিস্ট আকারে ছবি এবং ভিডিও প্রদর্শিত হবে।
Filter the images and videos: ছবি এবং ভিডিও ফিল্টার করা যাবে।
Search Box: সার্স বক্সে নাম প্রদান করে নির্দিষ্ট ছবি খুঁজে বের করতে সাহায্য করে।
মিডিয়া যোগ করা
ওয়ার্ডপ্রেসে কিভাবে মিডিয়া ফাইল যোগ করতে হয়। ওয়ার্ডপ্রেস আপনাকে সকল ধরণের মিডিয়া ফাইল যুক্ত করার সম্মতি দেয়। যেমন- ভিডিও,অডিও এবং ছবি।
নিম্নে মিডিয়া ফাইল যুক্ত করার সাধারণ ধাপগুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে media->add new এ ক্লিক করুন।
ধাপ ২: আপনার কম্পিউটার এর লোকাল স্টোরেজ থেকে ফাইল সিলেট করার জন্য নিম্নের চিত্র অনুযায়ী select files অপশনে ক্লিক করুনঃ
ধাপ ৩:নিচের স্ক্রিনশটের মত আপনার কম্পিউটার এর মিডিয়া ফাইল থেকে ছবি এবং অডিও যুক্ত করুন এবং open এ ক্লিক করুন।
ধাপ ৪: নিম্নোক্ত স্ক্রিনশটের মত আপনি আপনার মিডিয়া ফাইলগুলো দেখতে পাবেনঃ
ইনসার্ট মিডিয়া
ওয়ার্ডপ্রেসে কিভাবে মিডিয়া insert করতে হয়। লোকাল স্টোরেজ, মিডিয়া লাইব্রেরী অথবা URL থেকে মিডিয়া ফাইল আপনার পেজ অথবা পোষ্টে যুক্ত করতে পারেন।
নিম্নে ওয়ার্ডপ্রেসে মিডিয়া ফাইল যুক্ত করার সাধারণ ধাপগুলো চিত্রসহ আলোচনা করা হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে posts-> Add New এ ক্লিক করুন।
ধাপ ২: স্ক্রিনশট অনুযায়ী Add Media তে ক্লিক করুন।
ধাপ ৩: নিম্নের স্ক্রিনশট অনুযায়ী মিডিয়া লাইব্রেরী থেকে আপানার পছন্দমত ফাইল(ছবি) নির্বাচন করুন।
নির্বাচিত ফাইলের(ছবির) সকল তথ্য স্ক্রিনের ডান পাশে Attachment Details এর নিচে প্রদর্শিত হবে। ছবিটি আপনার পোষ্টে যুক্ত করতে Insert Post বাটনে ক্লিক করুন। Attachment Details সেকশনে ছবির URL, Title, Caption, Alt Text এবং Description যুক্ত/পরিবর্তন করতে পারবেন।
এছাড়া আপনি আপলোড ফাইলে ক্লিক করেও আপনার সিস্টেম থেকে সরাসরি ছবি যুক্ত করতে পারেন এবং এক্ষেত্রেও Insert into Post বাটনে ক্লিক করুন।
মিডিয়া এডিট করা
ওয়ার্ডপ্রেসে কিভাবে Media এডিট করতে হয়। মিডিয়া লাইব্রেরীতে সংরক্ষিত মিডিয়া সম্পর্কিত সকল তথ্য আপনি ব্যবস্থাপনা করতে পারবেন।
নিম্নে ওয়ার্ডপ্রেসে মিডিয়া ফাইল এডিট করার সাধারণ ধাপগুলো চিত্রসহ আলোচনা করা হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Media -- > Library তে ক্লিক করুন।
ধাপ ২: আপনি মিডিয়া ফাইলের একটি তালিকা দেখতে পাবেন। এডিট করার জন্য আপনার প্রয়োজন অনুযায়ী একটি ছবি নির্বাচন করুন।
ধাপ ৩: আপনি নিম্নের স্ক্রিনশট এর মত ডানপাশে কিছু অপশনসহ এডিট মিডিয়া পেজ দেখতে পাবেন।
URL: মিডিয়া ফাইল এর এই লিংকটি আপনি শুধুমাত্র পড়তে পারবেন।
Title: এটার মাধ্যমে মিডিয়ার নাম প্রদর্শিত(display) হয়। যদি থিম অথবা প্লাগ-ইনকে টাইটেল ডিসপ্লে করার জন্য ডিজাইন করা হয় তাহলে গ্যালারি এবং সংযুক্ত পেজে টাইটেল ডিসপ্লে হবে।
Permalink: Permalink হচ্ছে মিডিয়া attachment পেইজের URL। এটা সংযুক্ত(attachment) পেজকে দেখার জন্যও একটি লিংক।
Edit image button: এটার মাধ্যমে আপনি ছবির অবস্থান পরিবর্তন করতে পারবেন। যেমনঃ ছবিকে ঘড়ির কাটার দিকে,ঘড়ির কাটার বিপরীত দিকে, অনুভুমিকভাবে এবং উলম্বভাবে রাখতে পারবেন। এছাড়া ছবি সম্প্রসারিত এবং ক্রপও করতে পারবেন।
Caption: মিডিয়ার সংক্ষিপ্ত বর্ণনা।
Alternate Text: এটি ছবির জন্য বিকল্প টেক্সট যা মিডিয়া ফাইল বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
Description: এটা আপনার মিডিয়া ফাইলের সংক্ষিপ্ত বর্ণনা।
Delete Permanently: মিডিয়া ফাইল স্থায়ীভাবে ডিলেট করা।
ধাপ ৪: প্রয়োজনীয় ফিল্ডসমূহ এডিট করা শেষ হলে এগুলো সংরক্ষনের জন্য নিচের স্ক্রিনশট অনুযাযী Update বাটনে ক্লিক করুন।