ওয়ার্ডপ্রেস-৭ [ওয়ার্ডপ্রেস পেইজ] - SMH Amiri

সর্বশেষ লিখাসমূহ

ওয়ার্ডপ্রেস-৭ [ওয়ার্ডপ্রেস পেইজ]

 


পেজ যুক্ত করা

ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ যুক্ত করতে হয়। ওয়ার্ডপ্রেসে পেজ এবং পোষ্ট যুক্ত করার পদ্ধতি একইরকম। পেজ হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট এবং প্রদর্শিত তথ্যগুলো পরিবর্তন হয় না।

নিম্নে ওয়ার্ডপ্রেসে পেজ যুক্ত করার সহজ ধাপগুলো চিত্রসহ দেখানো হলোঃ

ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Pages --> Add New এ ক্লিক করুন।


ধাপ ২: নিচের স্ক্রিনশটের মত আপনি একটি এডিটর পেজ পাবেন এবং এডিটর পেজে দুইটি ট্যাব দেখতে পাবেন। যেমন- visual এবং Text। আপনি এই দুটির যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনার পেজের টেক্সট/কন্টেট যুক্ত করতে পারবেন। এখানে আমরা ভিজুয়াল ফরম্যাটে টেক্সট যুক্ত করা শিখবো।


নিম্নে Add New এর এডিটর পেজের প্রতিটি ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ

টাইটেলঃ এটি আর্টিকেলের টাইটেল লিখার জন্য ব্যবহৃত হয় যা পরবর্তীতে পেজে প্রদর্শিত হবে।

Permalink: টাইটেলের নিচে পেজের কার্যকর URL দেখায়। পেজের টাইটেল অনুসারে এই URL টি উৎপন্ন হয়।


WYSIWYG Editor: এটি একটি WYSIWYG এডিটর যা ওয়ার্ড প্রোসেসর এর মত যেখানে আপনি আর্টিকেলের কন্টেন্ট এডিট করতে পারবেন।


WYSIWYG এডিটরে নিম্নোক্ত অপশনগুলো আছেঃ

Bold Button: ফন্টকে বোল্ড বা গাঢ় করার জন্য ব্যবহৃত হয়।

Italic: ফন্টকে ইটালিক অক্ষরে রুপান্তরের জন্য ব্যবহৃত হয়।

Word Strike: কন্টেন্টের শব্দ সরানোর জন্য ব্যবহৃত হয়।

Bullet List: কন্টেন্টে বুলেট চিহ্ন যোগ করে।

Number List: কন্টেন্টের লিস্টে নম্বর যোগ করে।

Blockquote: টেক্সটে কোট করে।

Horizontal Line: দুটি বাক্যের মধ্যে অনুভুমিক লাইন তৈরি করে।

Left Align: পেজের কন্টেন্টগুলোকে বাম পাশে নিয়ে যায়।

Right Align: পেজের কন্টেন্টগুলোকে ডান পাশে নিয়ে যায়।

Justify: পেজের কন্টেন্টগুলোকে Justify করে।

Add Link: কন্টেন্টে লিংক যুক্ত করে। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন নিম্নোক্ত পেজ দেখাবে।


নিচে লিংক ইনসার্ট বা এডিটের ফিল্ডগুলো আলোচনা করা হলোঃ

URL: এই বক্সে লিংক এড্রেস(URL) প্রদান করতে হবে।

Link text: এই বক্সে লিংকের টেক্সট প্রদান করুন যার মাধ্যমে লিংক প্রদর্শিত হবে ।

Open link in a new window/tab: এটার মাধ্যমে আপনার পেজ নতুন ট্যাব/উইন্ডোতে ওপেন হবে। আপনার প্রয়োজন হলে এই চেকবক্স চেক করতে পারেন।

link to existing content: এই বক্সের মাধ্যমে আপনি ইতিমধ্যে বিদ্যমান পেজের সাথে লিংক করতে পারবেন।


Remove Link: টেক্সট অথবা কন্টেন্ট এর সাথে যুক্ত লিংক ডিলেট করে।

Read more tag: আপনার পেজে Read more ট্যাগ যুক্ত করে।

Toolbar toggle: এখানে ক্লিক করলে নিম্নোক্ত স্ক্রিনশটের মত আরো একটা টুলবার পাবেন।


Paragraph: ড্রপডাউন থেকে প্রয়োজন অনুযায়ী টেক্সটের জন্য হেডিং সেলেক্ট করে।

Underline: বাক্যের নিচে আন্ডারলাইন প্রদান করে।

Justify: আপনার কন্টেন্টকে Justify করে।

Text Color: শব্দ বা বাক্যের কালার সেট করে।

Paste as Text: আপনার টেক্সট Paste করে।

Clear Formatting: নির্বাচিত কন্টেন্ট ডিলেট করে।

Special character: আপনার কন্টেন্টে প্রয়োজন অনুযায়ী স্পেশাল ক্যারেক্টার যুক্ত করে।


Increase Indent: পেজের ইনডেন্ট বৃদ্ধি করে।

Decrease Indent: পেজের ইনডেন্ট হ্রাস করে।

Undo: টেক্সট Undo করে।

Redo: টেক্সট Redo করে।

Text Insertion: আর্টিকেলের কন্টেন্ট লিখার জন্য প্রয়োজন হয়।

Publish: ওয়েবসাইট ব্যবহারকারীর কাছে পেজ প্রকাশ করে।

Page Attribute: পেজ অ্যাট্রিবিউট মডিউল দ্বারা আপন নির্দিষ্ট পেজের প্যারেন্ট পেজ সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি পেজের অর্ডারও সেট করতে পারেন।

Parent: প্যারেন্ট পেজ সিলেক্ট করার সম্মতি দেয়।

Order: পেজের অর্ডার সেট করে।

Featured Images: পেজে ছবি যুক্ত করে।



পেজ পাবলিশ করা

ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ প্রকাশ(Publish) করতে হয়। প্রকাশ করার অর্থ হলো আপনার লেখা পেজটি প্রত্যেক ইউজার এর জন্য উন্মুক্ত করে দেওয়া যেন তারা পেজটি দেখতে পাই। ওয়ার্ডপ্রেসে পেজ প্রকাশের ধাপগুলো খুবই সাধারণ।

ওয়ার্ডপ্রেসে পেজ প্রকাশ(Publish) করার ধাপগুলো নিচে চিত্রের সাহায্যে দেখানো হলোঃ

ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Pages --> Add New এ ক্লিক করুন।


ধাপ ২: পেজ লেখার জন্য আপনি নিচের স্ক্রিনশটের মত একটি এডিটর পেজ পাবেন। আপনার পেজ এর কন্টেন্ট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস WYSIWYG এডিটর ব্যবহার করতে পারবেন।

পরিশেষে Publish বাটনে ক্লিক করে আপনার লেখা পেজটি প্রকাশ(Publish) করতে পারেন। প্রকাশিত পেজটি ইউজারদের জন্য উন্মুক্ত হবে।


পেজ এডিট করা

ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ Edit করতে হয়।

নিচে ওয়ার্ডপ্রেস পেজ এডিট এর সাধারন ধাপগুলো চিত্রসহ দেখানো হলোঃ

ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Pages--> All Pages এ ক্লিক করুন।


ধাপ ২: এই পেজে আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ Sample Page পেজটি দেখতে পাবেন। আপনি যখন মাউস কার্সর Page এর উপর নিয়ে যাবেন তখন Page এর নামের নিচে কিছু অপশন দেখতে পাবেন। Edit এবং Quick Edit এই দুইটি পদ্ধতিতে পেজ এডিট করা যায়।

Edit: নিচের স্ক্রিন অনুযায়ী Sample Page এর Edit অপশনে ক্লিক করুন।


আপনি চাইলে পেজের কন্টেন্ট এবং টাইটেল এডিট বা পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন শেষে নিচের স্ক্রিন অনুযায়ী Update বাটনে ক্লিক করুন।


Quick Edit: নিচের স্ক্রিনশট অনুযায়ী Sample Page এর Quick Edit অপশনে ক্লিক করুন।


এখানে আপনি পেজের title, slag এবং date এডিট করতে পারবেন। এছাড়া আপনার পেজের জন্য প্যারেনটও সিলেক্ট করতে পারবেন যা নিচের স্ক্রিনশটে দেখানো হলো। পরিশেষে পেজ এডিট নিশ্চিত করার জন্য Update বাটনে ক্লিক করুন। ।


পেজ ডিলেট করা

ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ ডিলেট করতে হয়।

নিচে ওয়ার্ডপ্রেস Page ডিলেট এর সাধারন ধাপগুলো চিত্রসহ দেখানো হলো।

ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Pages -> All Pages এ ক্লিক করুন।


ধাপ ২: আপনি Sample Page টি ডিলেট করে দিতে পারেন। এখানে Sample Page এর উপর মাউস কার্সর নিলে কিছু অপশন দেখতে পাবেন। Trash অপশনে ক্লিক করলে পোষ্টটি ডিলেট হয়ে যাবে।



অথবা আপনি নিম্নের স্ক্রিনশট অনুযায়ী পেজ যুক্ত বা পরিবর্তন করার সময় Move to Trash অপশনে ক্লিক করেও পেজ ডিলেট করতে পারেন।


ধাপ৩: আপনার পেজটি ডিলেট হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য ১ং ধাপটি পুনরায় প্রয়োগ করুন।