কমেন্ট যুক্ত করা
কমেন্ট যুক্ত করলে ভিজিটররা আপনার সাথে আলোচনা করতে পারবে। কমেন্ট এডমিন দ্বারা অনুমোদিত হতে হবে এবং পরবর্তীতে আলোচনার জন্য পোষ্ট করতে পারবে।
আপনার ব্লগ পোষ্টে কিভাবে কমেন্ট যুক্ত করতে পারবে তা নিচে ধাপে ধাপে দেখানো হলো।
ধাপ (১):Pages -> All Pages এ ক্লিক করুন।
ধাপ (২):নিম্নোক্ত স্ক্রিনের মত যেকোনো পেইজ সেলেক্ট করে কমেন্ট যুক্ত করতে পারেন। এখানে আমরা Sample page পেইজে কমেন্ট যুক্ত করা দেখবো।
ধাপ(৩):এই পেইজে কমেন্ট যুক্ত করতে উপরের ডান কর্নারের Screen options এ ক্লিক করুন।
ধাপ(৪):Screen options এ ক্লিক করলে উপরে একটি লিস্ট দেখা যাবে। সেখানে Discussion এবং Comments এ চেক মার্ক দিন।
নির্দিষ্ট পেইজ সেলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করুন।
ধাপ(৫):আপনি তখন পেইজের নিচে Discussion এবং Comments box দেখতে পাবেন।
তারপর Add Comment ক্লিক করে আপনি আপনার কমেন্ট লিখতে পারবেন।
ধাপ(৬):কোনো কমেন্ট আপডেট করতে চাইলে Update বাটনে ক্লিক করুন।
কমেন্ট এডিট করা
কমেন্ট শুধুমাত্র এডমিন দ্বারা এডিট করা যায়।
ওয়ার্ডপ্রেসে কমেন্ট এডিট করার কিছু ধাপ নিচে দেয়া হলো।
ধাপ (১):ওয়ার্ডপ্রেসের কমেন্টে ক্লিক করুন।
ধাপ (২):অনেক পেইজের কমেন্ট আপনি দেখতে পাবেন। এডিট করার জন্য যেকোনো একটি কমেন্ট সেলেক্ট করুন।তারপর edit বাটনে ক্লিক করুন।
ধাপ(৩):তারপর আপনি এডিট করতে পারবেন এবং Update বাটনে ক্লিক করলে কমেন্টটি আপডেট হয়ে যাবে।
কমেন্ট নিয়ন্ত্রন করা
কমেন্ট নিয়ন্ত্রন করা বলতে কখন,কিভাবে,কোথায় কমেন্ট করবে তা এডমিন অনুমোদন না পাওয়া পর্যন্ত কিভাবে থাকবে তা নিয়ন্ত্রন বুঝায়।
ধাপ (১):settings -> discussion এ ক্লিক করুন।
ধাপ (২):Discussion সেটিং পেইজ এইভাবে দেখাবে।
তারপর আপনি আপনার ইচ্ছানুযায়ী সেটিং করে Save Changes এ ক্লিক করলেই সেটিং হয়ে যাবে।
VIEW PLUGIN
ওয়ার্ডপ্রেসের প্লাগইন সম্পর্কে এই পর্যায়ে আলোচনা করবো। এটি আপনাকে ওয়ার্ডপ্রেসের প্লাগইন সক্রিয় এবং নিষ্ক্রিয় করতে সহযোগিতা করবে। প্লাগ-ইন ওয়ার্ডপ্রেসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
নিচে প্লাগ-ইন এর কিছু সহজ ধাপ দেয়া হলো।
ধাপ (১):Plugins --> Installed Plugins এ ক্লিক করুন।
ধাপ (২):এখানে আপনি কিছু প্লাগ-ইন এর লিস্ট দেখতে পাবেন।
প্লাগ-ইন এর বর্ণনার একটি লিস্ট পাওয়া যাবে।
টুলবারঃ
Active: ওয়েবসাইটে সক্রিয় প্লাগ-ইন দেখাবে।
Inactive: ইনস্টল করা কিন্তু নিষ্ক্রিয় প্লাগ-ইন দেখাবে।
Update Available: যদি প্লাগ-ইন এর আপডেট ভার্সন থাকে তাহলে update now লেখা আসবে।
ইন্সটল প্লাগ-ইন
প্লাগ-ইন ইনস্টল করা সহজ একটি বিষয়। সকল প্লাগ-ইন ডাউনলোডের জন্য ফ্রি।
ওয়ার্ডপ্রেসে প্লাগ-ইন ইন্সটল করার কিছু সহজ ধাপ নিচে দেয়া হলো।
ধাপ (১):Plugins --> Add New এ ক্লিক করুন।
ধাপ (২):সার্চ বক্সে আপনার কাংক্ষিত প্লাগ-ইন এর নাম লিখুন। নামের সাথে মিলে গেলে প্লাগ-ইনটি লিস্টে চলে আসবে।
আপনার কাংক্ষিত প্লাগ-ইন সেলেক্ট করুন। এখানে All in one SEO Pack প্লাগ-ইন সার্চ করা হয়েছে। আপনার ওয়েবসাইটে প্লাগ-ইন টি ইন্সটল করার জন্য install now বাটনে ক্লিক করুন।
ধাপ(৩):প্লাগ-ইন টি অটোমেটিকভাবে ডাউনলোড এবং ইন্সটল শুরু হয়ে যাবে।
তারপর Activate Plugin এ ক্লিক করলে প্লাগ-ইন সক্রিয় হয়ে যাবে।
ধাপ(৪):প্লাগ-ইনটি ইন্সটল হওয়ার পর নিচের স্ক্রিনের মত দেখতে পাবেন।
CUSTOMIZE PLUGIN
কোনো রকম HTML অথবা CSS ছাড়াই ওয়ার্ডপ্রেসে কিভাবে প্লাগ-ইন Customize করতে হয় তা এই পর্যায়ে শিখবো। এক্ষেত্রে কোনো কোডিং দক্ষতা না থাকলেও হবে।
নিচে কিছু প্লাগ-ইন Customize করার ধাপ দেয়া হলোঃ
ধাপ (১):Plugins -> Add New তে ক্লিক করুন।
ধাপ (২):Custom Login Page Customizer প্লাগ-ইন ইন্সটল করুন।
আপনার কাংক্ষিত প্লাগ-ইন সেলেক্ট করুন। এখানে All in one SEO Pack প্লাগ-ইন সার্চ করা হয়েছে। আপনার ওয়েবসাইটে প্লাগ-ইন টি ইন্সটল করার জন্য install now বাটনে ক্লিক করুন।
ধাপ(৩):Appearance -> Login Customize সেকশনে ক্লিক করুন।
তারপর Activate Plugin এ ক্লিক করলে প্লাগ-ইন সক্রিয় হয়ে যাবে।
ধাপ(৪): Start Customizing বাটনে ক্লিক করুন।
ধাপ(৫): এটি ওয়ার্ডপ্রেসের বিল্ট-ইন customizer থিমে চলে যাবে। আপনি থিমকে customize করতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছানুযায়ী তৈরি করুন।
তারপর নতুন Login Customizer ট্যাবে ক্লিক করুন। Login Customizer পেইজ প্রদর্শিত হবে। Login Customizer পেইজে আপনি আপনার Login পেইজ Customize করতে পারবেন।
ধাপ(৬): customized login পেইজটি নিচের স্ক্রিনের মত দেখাবে।
ধাপ (১):Plugins -> Add New তে ক্লিক করুন।
Logo: ডিফল্ট ওয়ার্ডপ্রেস লগো এর জায়গায় আপনার পছন্দমত লগো দিতে পারবেন।
Background: আপনার পছন্দমত ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন।
Form Background: ফরমের ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা কালার পরিবর্তন করতে পারবেন।
তারপর সব সেলেক্ট করার পর Save and Publish বাটনে ক্লিক করলে সব পরিবর্তন হয়ে যাবে।