এর আগের লিখাতেই বেশির ভাগ নিয়ম নিয়ে আলোচনা হয়ে গেছে। বাকি কিছু এখানে আলোচনা করা হলো।
** এক্সএমএল এ যেকোন ট্যাগ শুরু করলে সেটার অবশ্যই শেষ করতে হবে হবে end তথা সমাপ্তি ট্যাগ দিয়ে। এইচটিএমএল এটা না করলেও চলে কিন্তু এক্সএমএল এ এটা ভুল।
1.
<?
xml
version
=
"1.0"
encoding
=
"UTF-8"
?>
2.
<
books
>
3.
<
name
>Professional PHP6</
name
>
4.
<
publication
>wrox publication</
publication
>
5.
</
books
>
এটা একটা শুদ্ধ এক্সএমএল ডকুমেন্ট। দেখুন এখানে এমন কোন ট্যাগ নেই যেটা শুরু করেছি কিন্তু শেষ করিনি। হোক সেটা রুট এলিমেন্টের ক্ষেত্রে কিংবা চাইল্ড এলিমেন্ট।
এক্সএমএল ভেলিডেটর এখানে গিয়ে এই কোড বক্সে পেস্ট করে শুদ্ধতা পরীক্ষা করতে পারেন।
** <?xml version="1.0" encoding="UTF-8"?> এই লাইন ডকুমেন্টে উপরে রাখতে হবে।
** এলিমেন্ট তৈরীর সময় কোন ট্যাগে ফাকা স্পেস রাখা যাবেনা। যেমন এটা ভুল
1.
<
book
>bla bla</
book
>
** কিছু চিহ্ন ব্যবহার করা যাবেনা, যদি প্রয়োজন হয় তাহলে সেই চিহ্ন সংশ্লিষ্ট রেফারেন্স আছে সেটা ব্যবহার করে কাজ চালাতে হবে।
চিহ্ন | যেটা ব্যবহার করতে হবে |
& | & |
< | < |
> | > |
" | " |
' | ' |
1.
<?
xml
version
=
"1.0"
encoding
=
"UTF-8"
?>
2.
<
books
>
3.
<
name
>Professional PHP6</
name
>
4.
<
publication
>"wrox" publication</
publication
>
5.
</
books
>
** এক্সএমএল comment করতে হলে এইচটিএমএল এর মতই <!-- bla bla --> এভাবে করতে হবে।
এক্সএমএল CDATA (Character Data)
উপরে যে চিহ্নগুলি দেখানো হল সেগুলি এক্সএমএল এ ব্যবহার করতে হলে সেটাকে একটু অন্যভাবে লিখতে হয় তা আমরা উপরে দেখে এলাম। যেমন ' এটা যদি ব্যবহার করতে হয় তাহলে দিতে হবে ' এভাবে। কিন্তু ' এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে। CDATA ব্যবহার করে সরাসরি চিহ্নগুলি দিতে পারেন, ভুল ধরবেনা কাজও হবে। দেখাতেও একটা সৌন্দর্য থাকল। যেমন
1.
<![CDATA[
2.
<publication>"wrox" publication</publication>
3.
]]>
<![CDATA[ এটা দিয়ে শুরু করতে হবে আর শেষে দিতে হবে এটা ]]>
এক্সএমএল লেখার যত নিয়ম (যে নিয়মগুলি W3C থেকে নির্ধারন করা) আছে সেসব অনুসরন করে যখন একটা ডকুমেন্ট লিখবেন তখন সেটাকে বলা হবে "Well-Formed XML"