দশম : ব্যবহারিক সিলেবাস - SMH Amiri

সর্বশেষ লিখাসমূহ

দশম : ব্যবহারিক সিলেবাস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এসএসসি (নবম ও দশম শ্রেণি)


কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

১.১। এ্যান্টিভাইরাস সফট্‌ওয়্যার ইন্সটল করা।

১.২। ওয়েবে পাসওয়ার্ড ব্যবহার ও ২-স্টেপ ভেরিফিকেশন।

১.৩। কম্পিউটারে পাওয়অর অন করলে ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে গেলে এর সমাধান।

 

আমার লেখালেখি ও হিসাব

ওয়ার্ড প্রসেসিং

২.১। ওয়ার্ড প্রসেসিং সফট্‌ওয়্যার চালু করে নতুন ডকুমেন্ট তৈরী, সেভ ও ক্লোজ করা।

২.২। টেক্সট ফরমেটিং ও কাট, কপি, পেস্ট।

২.৩। ডকুমেন্টে টেবিল তৈরী করা।

২.৪। ডকুমেন্টে ছবি ও ওয়ার্ডআর্ট যুক্ত করা।

২.৫। ওয়ার্ড প্রসেসিং-এ ডকুমেন্ট প্রিন্ট করা।

স্প্রেডশিট

২.৬। স্প্রেডশিট সফট্‌ওয়্যার চালু করে নতুন ওয়ার্কবুক তৈরী, সেভ ও ক্লোজ করা।

২.৭। স্প্রেডশিট সফট্‌ওয়্যারে ফর্মূলা ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা।

২.৮। স্প্রেডশিট সফট্‌ওয়্যারে ফর্মূলা ব্যবহার করে শতকরা র্ণিয় করা।

 

মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

প্রেজেন্টেশন

৩.১। প্রেজেন্টেশন সফট্‌ওয়্যার চালু করে নতুন প্রেজেন্টেশন তৈরী, সেভ ও ক্লোজ করা।

৩.২। প্রেজেন্টেশন সফট্‌ওয়্যারে নতুন স্লাইড যুক্ত করে ছবি যুক্ত করা এবং প্রদর্শণ করা।

৩.৩। প্রেজেন্টেশন সফট্‌ওয়্যারে এ্যানিমেশন ও শব্দ যুক্ত করা।

৩.৪। প্রেজেন্টেশন সফট্‌ওয়্যারে অবজেক্ট আকারে ভিডিও যুক্ত করে তা এ্যাক্টিভ করা।

ছবি এডিটর

৩.৫। ছবি এডিটর সফট্‌ওয়্যার চালু করে কোন ছবিকে ওপেন করে নতুন নামে সেভ করা।

৩.৬। ছবি এডিটর সফট্‌ওয়্যারের টুলবক্স ও প্যালেট পরিচিতি।

৩.৭। কোন ছবিতে নতুন লেয়ার সংযুক্ত করা।

৩.৮। ছবির ঔজ্জ্বল্য ও কনট্রাস্ট সমন্বয় করা।

ছবি অঙ্কন

৩.৯। ছবি অঙ্কন সফট্‌ওয়্যার চালু করে নতুন ফাইল খোলে সেভ করা।

৩.১০। ছবি অঙ্কন সফট্‌ওয়্যারের টুলবক্সের প্রয়োজনীয় টুলের পরিচিতি।

৩.১১। অবজেক্ট, লেয়ার ও টেক্সটের ব্যবহার।

 

ডাটাবেজ-এর ব্যবহার

৪.১। ডাটাবেজ সফট্‌ওয়্যার ব্যবহার করে একটি ডাটাবেজ টেবিল তৈরী।

৪.২। কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরণ এবং সংরক্ষণ।

৪.৩। ডাটাবেজ থেকে রিপোর্ট প্রদান করা।