দশম টেস্ট পেপার - SMH Amiri

সর্বশেষ লিখাসমূহ

দশম টেস্ট পেপার

Test Paper



মডেল টেস্ট 
এসএসসি পরীক্ষা 
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর 
বিষয় কোড: ১৫৪

সময়: ২৫ মিনিট                        পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম
দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

১. মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়?
ক. ১৯৬৫
খ. ১৯৭১
গ. ১৯৮৯
ঘ. ২০০৯
উত্তরঃ খ. ১৯৭১

২. বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কার হাতে সূচিত হয়?
ক. বিল গেটস
খ. স্টিভ জবস
গ. টিম বার্নাস লি
ঘ. মার্ক জুকারবার্গ
উত্তরঃ ঘ. মার্ক জুকারবার্গ

৩. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. অ্যাডা লাভলেস
খ. চার্লস ব্যাবেজ
গ. মার্ক জুকারবার্গ
ঘ. বিল গেটস
উত্তরঃ খ. চার্লস ব্যাবেজ

৪. কত সালে ই-মেইল সিস্টেম চালু হয়?
ক. ১৯৭১
খ. ১৯৭২
গ. ১৮৮২
ঘ. ১৯৭৫
উত্তরঃ ক. ১৯৭১

৫. বাংলাদেশে ডাক বিভাগের গঞঝ এর মাধ্যমে ১ মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়?
ক ৪০,০০০
খ. ৫০,০০০
গ. ৬০,০০০
ঘ. ৭০,০০০
উত্তরঃ খ. ৫০,০০০

৬. জটিল পাসওয়ার্ডে থাকে-
i. অক্ষর
ii. সংখ্যা
iii. বিশেষ চিহ্ন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

৭. নিচের কোনটি Registry Editor-এর ফাইল মেনুতে থাকে না?
ক. Import
খ. Load Hive
গ. Connect Network Registry
ঘ. Registry File
উত্তরঃ ঘ. Registry File

৮. এভিরা কোন ধরনের প্রোগ্রাম?
ক. ফটোশপ
খ. স্প্রেডশিট
গ. ওয়ার্ড প্রসেসর
ঘ. অ্যান্টিভাইরাস
উত্তরঃ ঘ. অ্যান্টিভাইরাস

৯. অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার-
i. সচল
ii. অচল
iii. প্রাণহীন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. র ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ গ. ii ও iii

১০. Run Command চালুর জন্য কোন বাটন চাপতে হয়?
ক. Ctrl + r
খ. উইন্ডোজ + r
গ. Alt + r
ঘ. Shift + r
উত্তরঃ খ. উইন্ডোজ + r

* উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের দাও:
মারিয়া দেখল বর্তমানে ইন্টারনেটে কোন ঘটনার ভিডিও সরাসরি সম্প্রচার হয়ে থাকে। একে বলা হয় ভিডিও স্ট্রিমিং।

১১. উদ্দীপকে কোন ধরনের কনটেন্টের কথা বলা হয়েছে?
ক. অডিও কনটেন্ট
খ. ইন্টারনেট
গ. ছবি কনটেন্ট
ঘ. ভিডিও ও অ্যানিমেশন
উত্তরঃ ঘ. ভিডিও ও অ্যানিমেশন

১২. ডিজিটাল কনটেন্টের অন্তর্ভুক্ত-
i. ইনফোগ্রাফিক্স
ii. ভিডিও
iii. ব্লগ পোস্ট

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ. i, ii ও iii

১৩. অ্যাপস মূলত কী?
ক. হার্ডওয়্যার
খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
গ. সফটওয়্যার
ঘ. ইন্টারনেট
উত্তরঃ গ. সফটওয়্যার

১৪. Slide Show উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কী-বোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?
ক. Enter
খ. Esc
গ. Shift
ঘ. Ctrl
উত্তরঃ খ. Esc

১৫. পিক্সেলের ঘরে ১৩০ টাইপ করলে রেজুলিউশন হবে-
ক. ১৬৯০০
খ. ১২৬০০
গ. ৫১৮৪
ঘ. ১৬৬০০
উত্তরঃ ক. ১৬৯০০

১৬. ইলাস্ট্রেটর প্রোগ্রাম জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ-
ক. এলিপস টুল
খ. স্টার টুল
গ. পেন টুল
ঘ. টেক্সট টুল
উত্তরঃ গ. পেন টুল

১৭. শর্তযুক্ত তথ্য আহরণ ও প্রদর্শন করা যায় কোন পদ্ধতিতে?
ক. কুয়েরি
খ. রিপোর্ট
গ. রিলেশন
ঘ. সর্টিং
উত্তরঃ ক. কুয়েরি

১৮. Foxpro কোন ধরনের Software?
ক. মাল্টিমিডিয়া
খ. ডেটাবেজ
গ. স্প্রেডশিট
ঘ. গ্রাফিক্স
উত্তরঃ খ. ডেটাবেজ

১৯. হেডার ও ফুটার গ্রুপ কোন ট্যাবে থাকে?
ক. Home tab
খ. Page layout tab
গ. Insert tab
ঘ. Opera tab
উত্তরঃ গ. Insert tab

২০. কোন আইকনে ক্লিক করলে মার্জিন নির্ধারণের বিভিনড়ব অপশন দেখায়?
ক. Columns
খ. Picture
গ. Margins
ঘ. Size
উত্তরঃ গ. Margins

২১. কোনটি সঠিক?
ক. Sum(C2:C8)
খ. Sum=(C2:C8)
গ. =Sum(C2:C8)
ঘ. Sum(C2=C8)
উত্তরঃ গ. =Sum(C2:C8)

২২. স্প্রেডশিটে গুণ করতে হয় কোন চিহ্ন দিয়ে?
ক. x 
খ. *
গ. ≠ 
ঘ. X
উত্তরঃ খ. *

২৩. ডেটাবেজে তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহার করা হয়?
ক. Text
খ. Number
গ. Currency 
ঘ. Date/Time
উত্তরঃ ঘ. Date/Time

২৪. RDBMS কে কয়ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাবে 
খ. ৩ ভাবে
গ. ৪ ভাবে 
ঘ. ৫ ভাবে
উত্তরঃ ক. ২ ভাবে 

২৫. Sl NO. => Name => Age => DOB ছকটিতে যে ধরনের ডাটা আছে?
i. Text
ii. Number
iii. Address

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. র ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ক. i ও ii